শুক্রবার, ০৯ মে ২০২৫, ১২:৩২ অপরাহ্ন

আটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ে কেক কেটে বড়দিন পালিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১৯৩ বার পঠিত
 দিনাজপুর ফুলবাড়ী  থেকে মোঃ আশরাফুলআলম।- দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির গঙ্গাপ্রসাদ আটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ে কেক কেটে বড়দিন পালিত।
গত ৭  জানুয়ারী মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বেসিক এনজিও পরিচালক শ্যামল চন্দ্র সরকারের সভাপত্বিত্বে এক আলোচনা সভা উক্ত বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাপ্টিষ্ট চার্চ সংঘ ফুলবাড়ী এরিয়া, পালক এর রেভাঃ পণূয়েল টুডু। তিনি তার বক্তত্বে বিদ্যালয়ে বড়দিন উপলক্ষে শিশুদের উদ্দেশ্য বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তাই এই দিনটি স্মরন করা তোমাদের উচিৎ। আমি প্রার্থনা করি আগামী দিনে তোমরা এগিয়ে যাও। এছাড়াও তিনি বাংলাদেশের মঙ্গল কামনা করেন। প্রাক বড়দিন উলক্ষে অন্যন্যাদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফুলবাড়ী আদিবাসী সমিতির সাবেক সভাপতি কমল কিস্কু। কেক কাটা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন এবং শতাধিক শিক্ষার্থীদের মাঝে প্রাক বড়দিন উলক্ষে খিচুড়ি খাওয়ান। অন্যনদের মধ্যে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ফিজারুল ইসলাম ভূট্টু, সহ সভাপতি আশরাফুল আলম সহ বিদ্যালয়ের শিক্ষার্থী, ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আয়োজনে ছিলেন, বেসিক ফুলবাড়ী, দিনাজপুর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com