রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন

ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে বাসদ (মার্কসবাদী)-এর বিক্ষোভ

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৭৮ বার পঠিত
                                        প্রেস বিজ্ঞপ্তি
 ২২ জুন ২০২৫, বিকাল ৫ টায় বাসদ (মার্কসবাদী) দলের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশ পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করা হয়।
বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানার সভাপতিত্বে ও সদস্য কমরেড রাশেদ শাহরিয়ারের পরিচালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন নির্বাহী ফোরামের সদস্য কমরেড জয়দীপ ভট্টাচার্য। উপস্থিত ছিলেন নির্বাহী ফোরামের সদস্য কমরেড সীমা দত্ত, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মানস নন্দী।
সভায় কমরেড মাসুদ রানা বলেন,“মার্কিন সাম্রাজ্যবাদ যেভাবে আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে ইরানের উপর হামলা করেছে আমরা তার তীব্র নিন্দা জানাই।
এই মার্কিন সাম্রাজ্যবাদ ইরাক, লিবিয়া, সিরিয়ায় গণহত্যাকারী, ফিলিস্তিনের গণহত্যায় ইসরায়েলকে সক্রিয় সহযোগিতাকারী। ইসরায়েলের ইরান আক্রমণের পেছনে তার মদত ছিল, ইরানের সাহসী জনগণ ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলায় এখন সে নিজেই সক্রিয়ভাবে যুদ্ধে নেমেছে। মধ্যপ্রাচ্যের এই বিরাট ভূখণ্ডে মার্কিন যুক্তরাষ্ট্র একক নিয়ন্ত্রণ নিশ্চিত রাখতে চায়।
আমরা অবিলম্বে মার্কিন সাম্রাজ্যবাদ ও তার সহযোগী ইসরায়েলকে ইরানের উপর এই হামলা বন্ধ করার দাবি জানাচ্ছি।
দুনিয়ায় সমস্ত শান্তিকামী মানুষদের প্রতি আমাদের আবেদন, সকলে ঐক্যবদ্ধভাবে আমেরিকার সাম্রাজ্যবাদীদের এই আগ্রাসী ভূমিকার বিরুদ্ধে সোচ্চার হোন।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com