বজ্রকথা প্রতিবেদক।– দক্ষিণ এশিয়ার সাহিত্য-সংষ্কৃতি বিষয়ক সংগঠন এফসাকল এর সহযোগী প্রতিষ্ঠান এফসাকল ওমেন্স ফোরাম এর মাসিক সভা ২৬ এপ্রিল শনিবার বেলা ২ ঘটিকার সময় পীরগঞ্জের ডিএসসি হলে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন বজ্রকথা সংবাদপত্রের সভাপতি ডিএসসি বিজনেন্স টেক লিমিটেডের চেয়ারম্যান জনাব এজে এম সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন এফসাকল এর জেরারেল সেক্রেটারী বজ্রকথা সম্পাদক কবি সুলতান আহমেদ সোনা, এফসাকল সম্প্রীতির উঠোন কমিটির সম্পাদক বাবু বিনয় চন্দ্র বর্মন।
এফসাকল ওমেন্স ফোরাম এর সভাপতি মোছাঃ ফেরদৌসী বেগম এর সভাপতিত্ব অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন, এফসাকল-বাংলাদেশ কমিটির সদস্য তৌহিদা বেগম, মো: এমজি রব্বানী তালুকদার, ওমেন্স ফোরাম এর অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সদস্য লিজা খাতুন, শাপলা বেগম, আশামনি, পারভিন বেগম, অফিস সম্পাদক স্মৃতি বেগম, প্রমুখ।
সভায় প্রধান অতিথি ম্বাস্থ্য, গ্রামীন অর্থনীতি পারিবারিক উন্নয়ন, উক্তা সৃষ্টির উপর বক্তব্য রাখেন। সভায় ২০২৫ সালের কবি সমাবেশ, গুণীজন সংবর্ধনা ও সম্মাননা স্বারক প্রদান অনুষ্ঠান করার সিদ্ধন্ত গৃহীত হয়েছে।
Leave a Reply