বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সাংবাদিক মাজহারের পিতা শিক্ষাবিদ আব্দুস ছাত্তার সরকারের বারোতম মৃত্যুবার্ষিকী  অনুষ্ঠিত রংপুরে আবাসনখাতে সরকারের প্রায় হাজারকোটি টাকার রাজস্ব ফাঁকি  ময়নাকুটি সিনিয়র আলিম মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন ওভারব্রিজের দাবীতে পীরগঞ্জে মহাসড়ক অবরোধ  জুলাই-আগস্ট বিপ্লবে হত্যাকান্ডের বিচার না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে: স্নিগ্ধ রংপুরে আইজিএস স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত   ভরসা গ্রুপের কয়েল ফ্যাক্টরি ও তামাক গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড র‌্যাবের অভিযানে বিপুল পরিমান গাঁজা ও ইয়াবা উদ্ধার, আটক-৪ পানির ড্রেনে পড়ে এক শিশুর মৃত্যু পীরগঞ্জে বিএডিসি’র গভীর নলকূপ গোপনে বিক্রির অভিযোগ 

ওভারব্রিজের দাবীতে পীরগঞ্জে মহাসড়ক অবরোধ 

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৭ বার পঠিত
পীরগঞ্জ (রংপুর) বজ্রকথা প্রতিনিধি ।- রংপুর-ঢাকা মহাসড়কের উপর পীরগঞ্জে ওভারব্রিজ নির্মাণের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীসহ সকল শ্রেণী পেশার মানুষেরা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টা থেকে ঘন্টাব্যাপী জামতলা মদীনাতুল উলুম মাদরাসার সামনের ওই অবরোধে উভয়পার্শ্বে শত শত যানবাহন আটকা পড়ে। পরে উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাথে মোবাইল ফোনে কথা বললে অবরোধ তুলে নেয়া হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্রনেতা লেলিন মিয়া, রাকিব ইসলাম, পীরগঞ্জ বালিকা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক সাংবাদিক  আব্দুল করিম সরকার, সাবেক পৌর কাউন্সিলর শফিকুল ইসলাম শফি, সাজেদুল ইসলাম খাঁন, পীরগঞ্জ মহাবিদ‍্যালয়ের সহকারি প্রভাষক মিজানুর রহমান ও মান্নান তালিব প্রমুখ।
মানববন্ধনে বক্তাগণ বলেন, প্রতিদিনই উপজেলার শানের হাট, মিঠিপুর ও পাঁচগাছী ইউনিয়নের হাজার হাজার মানুষ  মহাসড়কটি অতিক্রম করে জামতলা দিয়ে পীরগঞ্জ উপজেলা সদরে আসা-যাওয়া করেন। এতে প্রায়ই সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছেন। গত ২৭ জানুয়ারি ওই স্থানে দূর্ঘটনায় ২ জন মোটরসাইকেল আরোহী নিহত হন। জনগুরুত্বপূর্ণ স্থান জামতলায় ‘জামতলা মদীনাতুল উলুম মাদরাসা’, পীরগঞ্জ  বালিকা দাখিল মাদ্রাসা, পীরগঞ্জ মহাবিদ্যালয়, পল্লী বিদ্যুৎ অফিস সহ বেশকিছু প্রতিষ্ঠানে শতশত শিক্ষার্থী, চাকরিজীবি, সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। আমরা দীর্ঘদিন ধরে জামতলায় একটি ওভারব্রীজ নির্মাণের দাবী করছি। কিন্তু আমাদের কথা কেউ শুনছে না। আগামী ৪৮ ঘন্টা মধ্যে আমাকে দাবী আদায়ের আশ্বাস না দিলে আবারও বৃহত্তর আন্দোলন করবো। ইউএনও খাদিজা বেগম বলেন, আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে জনগণের কথাগুলো জানাবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com