পীরগঞ্জ (রংপুর) বজ্রকথা প্রতিনিধি ।- রংপুর-ঢাকা মহাসড়কের উপর পীরগঞ্জে ওভারব্রিজ নির্মাণের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীসহ সকল শ্রেণী পেশার মানুষেরা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টা থেকে ঘন্টাব্যাপী জামতলা মদীনাতুল উলুম মাদরাসার সামনের ওই অবরোধে উভয়পার্শ্বে শত শত যানবাহন আটকা পড়ে। পরে উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাথে মোবাইল ফোনে কথা বললে অবরোধ তুলে নেয়া হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্রনেতা লেলিন মিয়া, রাকিব ইসলাম, পীরগঞ্জ বালিকা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক সাংবাদিক আব্দুল করিম সরকার, সাবেক পৌর কাউন্সিলর শফিকুল ইসলাম শফি, সাজেদুল ইসলাম খাঁন, পীরগঞ্জ মহাবিদ্যালয়ের সহকারি প্রভাষক মিজানুর রহমান ও মান্নান তালিব প্রমুখ।
মানববন্ধনে বক্তাগণ বলেন, প্রতিদিনই উপজেলার শানের হাট, মিঠিপুর ও পাঁচগাছী ইউনিয়নের হাজার হাজার মানুষ মহাসড়কটি অতিক্রম করে জামতলা দিয়ে পীরগঞ্জ উপজেলা সদরে আসা-যাওয়া করেন। এতে প্রায়ই সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছেন। গত ২৭ জানুয়ারি ওই স্থানে দূর্ঘটনায় ২ জন মোটরসাইকেল আরোহী নিহত হন। জনগুরুত্বপূর্ণ স্থান জামতলায় ‘জামতলা মদীনাতুল উলুম মাদরাসা’, পীরগঞ্জ বালিকা দাখিল মাদ্রাসা, পীরগঞ্জ মহাবিদ্যালয়, পল্লী বিদ্যুৎ অফিস সহ বেশকিছু প্রতিষ্ঠানে শতশত শিক্ষার্থী, চাকরিজীবি, সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। আমরা দীর্ঘদিন ধরে জামতলায় একটি ওভারব্রীজ নির্মাণের দাবী করছি। কিন্তু আমাদের কথা কেউ শুনছে না। আগামী ৪৮ ঘন্টা মধ্যে আমাকে দাবী আদায়ের আশ্বাস না দিলে আবারও বৃহত্তর আন্দোলন করবো। ইউএনও খাদিজা বেগম বলেন, আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে জনগণের কথাগুলো জানাবো।
Leave a Reply