কটিয়াদী থেকে সুবল চন্দ্র দাস।- কিশোরগঞ্জের কটিয়াদীতে সাইফুল ইসলাম বাবুল ওরফে বগু মিয়া (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। কেবল খুন করেই ক্ষান্ত হয়নি প্রতিপক্ষ। এ সময় নিহতের বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুরও করেছে তারা। শুক্রবার সন্ধ্যায় কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের ভাংনাদি নয়াপড়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে। নিহত সাইফুল ইসলাম বাবুল ওরফে বগু মিয়া উপজেলার চান্দপুর ইউনিয়নের ভাংনাদি নয়াপড়া গ্রামের মৃত হাজী আহাদ আলীর পুত্র। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম বাবুল ওরফে বগু মিয়ার ছেলে খোকনের সাথে প্রতিপক্ষ নবী হোসেন গংদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় নবী হোসেন ও খোকনের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় নবী হোসেন গংদের ধারালো অস্ত্রের আঘাতে সাইফুল ইসলাম বাবুল ওরফে বগু মিয়া গুরুতর আহত হন। তাকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নৃশংস এই ঘটনার পরও নবী হোসেন গং বগু মিয়ার বাড়িঘরে হামলা ও ভাঙচুর করে তান্ডব চালায়। কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ জলিল বলেন, ‘নিহতের লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। ঘাতকদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে এবং মামলা দায়ের প্রস্তুতি চলছে। ঘটনার পর হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোনাহর আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি বলেন, পূর্ব বিরোধের জের হিসাবে এ হত্যাকান্ডটি ঘটেছে।
Leave a Reply