শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :

কটিয়াদী পৌরসভায় মেয়র পদে ৫ জন সহ ৫৪ প্রার্থী লড়ছেন নির্বাচনে

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ৩২৫ বার পঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস।- কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভা নির্বাচনে জয়-পরাজয়ে নারী ভোটারই হবে ফ্যাক্টর। এখানে পুরুষের চেয়ে নারী ভোটার সংখ্যা বেশি প্রায় এক হাজার। আগামী ৩০ জানুয়ারি এই পৌরসভার নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ১০ জানুয়ারি ছিল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। এই সময়ে একজন কাউন্সিলর প্রার্থী তার মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। এছাড়ার মনোনয়ন পত্র দাখিলকারী আর কেউ তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন নি। ফলে একজন নারী মেয়র প্রার্থীসহ ৫ জন প্রার্থী মেয়র পদে ভোট যুদ্ধে মাঠে নেমেছেন। মেয়র পদের পাঁচ প্রার্থীর মধ্যে চারজন দলীয় এবং একজন স্বতন্ত্র প্রার্থী। দলীয় চার প্রার্থী হলেন, আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র শওকত উসমান শুক্কুর আলী, বিএনপি থেকে সাবেক দুই বারের মেয়র তোফাজ্জল হোসেন খান, জাতীয় পার্টি থেকে অ্যাডভোকেট আলাউদ্দিন আলম ও ন্যাশনাল পিপলস পার্টি থেকে আব্দুল বাতেন। একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসাবে মেয়র পদে ভোটযুদ্ধে নেমেছেন সাবেক স্বেচ্ছাসেবক লীগ নারী নেত্রী সালমা আনিকা। এছাড়া ৩টি সংরক্ষিত আসনে মোট ১১ জন এবং ৯টি সাধারণ কাউন্সিলর পদে ৩৮ জন প্রার্থী এবারের ভোট যুদ্ধে মাঠে নেমেছেন। কটিয়াদী পৌরসভায় ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৪৬৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৭৩৬ এবং নারী ভোটার ১৫ হাজার ৭৩০। পুরুষের চেয়ে ৯৯৪ জন নারী ভোটার বেশি। তার উপর উল্লেখযোগ্য সংখ্যক পুরুষ ভোটার রয়েছেন প্রবাসে। তাই জয়-পরাজয়ে নারী ভোটারই হবে ফ্যাক্টর। তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারি পৌরসভার ১৪টি ভোট কেন্দ্রে একজন মেয়র, ৩ জন সংরক্ষিত আসনে কাউন্সিলর ও ৯ জন সাধারণ কাউন্সিলর পদে নির্বাচিত করার জন্য ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল আলম বলেন, কটিয়াদী পৌরসভায় ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে অবাধ, সুষ্ঠু, নিরপক্ষে এবং ভোটারদের স্বতস্ফূর্ত অংশ গ্রহণে নির্বাচন অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি নেয়া হচ্ছে। সরেজমিনে দেখা যায়, সম্ভাব্য প্রার্থীদের প্রচারণায় সরগরম গ্রামীণ জনপদ কটিয়াদী পৌরসভা এলাকা। মহল্লায় মহল্লায় গিয়ে কুশল বিনিময়ের পাশাপাশি ভোটারদের কাছে দোয়া চাচ্ছেন তারা। এলাকার মসজিদ-মাদ্রাসা এবং গরিব-দুঃখ মানুষের মাঝে বিলি করছেন আর্থিক সহায়তা। একইসাথে বিভিন্ন চিকিৎসা সেবা দিতেও ভুল করছেন না এসব প্রার্থীরা। । কেউ কেউ বিনা দাওয়াতেই হাজির হচ্ছেন বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে। মুঠোফোনে খুদে বার্তায়, সামাজিক যোগা যোগমাধ্যম ফেসবুকেও চলপ্রেচার প্রচারণা। পৌর এলাকার সর্বত্র বইছে এখন উৎসবের আমেজ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com