আষাঢ়ী পূর্ণিমা
স্বর্ণা তালুকদার
শ্রী আষাঢ়ী পূর্ণিমা অতি সুশোভন
নতশিরে বন্দনা সুগত চরণে
স্নিগ্ধ সরোবরে হাঁস পানকৌড়ি দেখতে মনোহর
এই শুভদিনে বুদ্ধের প্রতিসন্ধি মাতা মহামায়ার জঠরে,
অপূর্ব এইদিনে বোধিসত্ত্ব তুষিত স্বর্গ হতে
অাসিলেন প্রার্থনাকালে ধরণী তরে,
জগৎপূজ্য ত্রাণকর্তা এলো অলৌকিক শক্তিতে
অাষাঢ়ী পূর্ণিমার দিনে দেবগণে সাধুবাদ দানে
এইদিনে শাক্যমুনি গৃহত্যাগে চলিলেন রাজ্য ত্যাগে,
বহ্মচারি ধ্যানে মগ্ন অরণ্য ভিতরে
শুভ এইদিনে মহামুনি মৃগদাব বনে
অনুত্তর ধর্মচক্র করে প্রবর্তিত,
এই দিনে বুদ্ধ শ্রাবস্তীতে অপূর্ব ঋদ্ধি যুগলে
তাবতিংস স্বর্গধামে ঋদ্ধিবলে চলে গেলেন ইন্দ্রাসনে এই চারি মহাস্মৃতি বিজড়িত ।
Leave a Reply