সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন

করোনা  সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ স্কাউটস এর  দিনাজপুর জেলা রোভার সদস্যরা

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ৫১২ বার পঠিত

প্রদীপ রায় জিতু, দিনাজপুর প্রতিনিধি।- সচেতন হোন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ করুন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা রোভার এর সদস্যবৃন্দ দিনাজপুর শহরের ১০টি গুরুত্বপূর্ণ মোড়ে করোনা ভাইরাসে সচেতনতার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা রোভারের সম্পাদক মোঃ জহুরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ও বীরগঞ্জ সরকারি কলেজের প্রভাষক ও গার্ল ইন রোভার লিডার রুমানা ফারজানার সহযোগিতায় (৫-৮ আগষ্ট) শহরে বিভিন্ন মোড়ে রোভার সদস্যরা প্রতিটি ইজি বাইকের চালক, যাত্রী, বিভিন্ন যানবাহনের ড্রাইভার, যাত্রী ও জনসাধারণের মাঝে করোনা ভাইরাস বিষয়ক জন সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
যানবাহনে যাত্রীদের সামাজিক দূরত্ব বজায় রাখতে উদ্বুদ্ধ করাসহ যাদের মুখে মাস্ক নেই সেসব মানুষকে যানবাহন থেকে নামিয়ে সেসব ব্যক্তিকে নিজ উদ্যোগে স্থানীয় দোকান থেকে মাস্ক ক্রয় করে পুনরায় যানবাহনগুলি গন্তব্যে ছেড়ে যেতে দেখা গেছে। এছাড়াও দিনাজপুর শহরের কলেজ মোড়, সুইহারী মোড়, ফুলবাড়ী বাসস্ট্যান্ড মোড়সহ ১০টি পয়েন্টে রোভার সদস্যরা স্বেচ্ছাশ্রমে করোনা ভাইরাস থেকে সচেতনতায় কাজ করছেন ও মাইকের মাধ্যমে জনগণকে সতর্কতামূলক বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন এবং করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির জরুরী বার্তা সকলকে হাতে তুলে দেন।
উল্লেখ্য যে দিনাজপুর জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন এর সহযোগিতায় (কোভিড-১৯) প্রতিরোধের চেষ্টায় দিনাজপুর পৌর-এলাকার (কোভিড-১৯) পজেটিভ রোগীর বাড়িতে লাল পতাকা টানানো হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করন কার্যক্রম বাস্তবায়নে জেলার রোভার ও গার্ল ইন রোভার সদস্য কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com