শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন

কিডনির জটিল রোগে ভুগছে পীরগঞ্জের শিশু রবিউল বাঁচার জন্য আকুতি

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৩৭ বার পঠিত
পীরগঞ্জ রংপুর প্রতিনিধি।- বিপর্যস্ত এক অসহায় পরিবারের সন্তান নিষ্পাপ ফুলের মত শিশু রবিউল ইসলাম (২০) বাঁচতে চায়! কিডনির জটিল রোগে আক্রান্ত হয়ে সে এখন মৃত্যুশয্যায়, কিন্তু প্রয়োজনীয় অর্থের অভাবে তার সুচিকিৎসা হচ্ছে না।
অসহায় বাবা আব্দুল বারী ১১ মাস সন্তান কে অনেক কষ্ট করে চিকিৎসা করান। কিডনির জটিল রোগে আক্রান্ত হওয়া রবিউল ইসলাম কে অর্থের অভাবে আর চিকিৎসা করা সম্ভব নয় ।
একদিকে পরিবারের সদস্যদের পেটে খাবার নেই, অন্যদিকে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিশু রবিউল ইসলাম । খাদ্য নেই, ঔষধ নেই, মাথাগোঁজার ঠাই টুকুও বুঝি যায় যায়। রবিউলের পরিবারে এখন সর্বত্র হাহাকার। ছেলের সুচিকিৎসার জন্য তার পিতা-মাাতা পাগলের মত ছুটে বেড়াচ্ছে; একটু সাহায্যের জন্য দ্বারে দ্বারে ঘুরছে। এতকিছুর পরেও যে তারা মানবিক সাহায্যটুকু পাবে তারও কোন নিশ্চয়তা নেই। কেউ তাদের খবর নিচ্ছে না, সহযোগিতায় এগিয়ে আসছে না? তাই, দুঃস্থ, পীড়িত, বিপদগ্রস্ত, অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, অচল এই পরিবারের পাশে দাঁড়ানো সামর্থ্যবান ব্যক্তিদের উপর প্রধান কর্তব্য হয়ে পড়েছে।
কারণ কোন একজন দুঃখী মানুষ যদি চিকিৎসা অভাবে মারা যায়, তাহলে আমরা মুমিনের কাতার থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। আমাদের ছালাত, ছিয়াম, হজ্জ, আমল, ইবাদত, সহায়-সম্পদ কোনই কাজে আসবে না।
রবিউল ইসলাম মানুষের বাড়িতে কাজ করে খান মা একজন গৃহিণী। রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাঁশপুকুরিয়া (মধ্যেপাড়া) গ্রামের আব্দুল বারীর ২ ছেলে, ৩ মেয়ে ও তার স্ত্রী কে নিয়ে অনেক কষ্টে সংসার চালাচ্ছেন তিনি । সংসারে অভাব অনটনের কারণে ৫ম শ্রেণী পর সন্তান রবিউল কে আর লেখাপড়া করা সম্ভব হয়নি । তাদের সামান্য আয়ে সন্তানের ব্যয়বহুল এ চিকিৎসার ব্যবস্থা করতে না পারায় সমাজের বিত্তবান ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহায্য কামনা করেছেন। কিডনি রোগে আক্রান্ত রবিউল প্রয়োজন জরুরি উন্নত চিকিৎসার দরকার বলে পরিবারের লোকজন জানান । কেউ সাহায্য করতে চাইলে ০১৮৭৩-৪৬১২৯৬ নম্বরে সহযোগিতা করতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com