রংপুর থেকে সোহেল রশিদ।- জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ‘আমরা স্পস্ট করে বলছি, খুনি শেখ হাসিনা এবং তার দোসররা বাংলাদেশে যে নারকীয় গণতহত্যা করে গেছে তার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনভাবেই আওয়ামীলীগকে রাজনীতিতে আমরা ফিরতে দিবো না। দেয়া হবে না। কারণ বাংলাদেশের মানুষ আওয়ামীলীগের বিরুদ্ধে একাট্রা হয়েছে। তাদেরকে যারা নির্বাচনে আনার পাঁয়তারা করছেন তাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ সব শক্তি নিয়োগ করবে। ’
বৃহস্পতিবার দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলা সদরে গণসংযোগকালে সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় জাতীয় নাগরিক কমিটি রংপুরের সংগঠক আলমগীর নয়ন, ইঞ্জিনিয়ার শেখ রেজওয়ান,এমআই সুমন, এম আলমগীর কবির, খন্দকার ময়নুল হক মীম, রিফাত হাসানসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। এর আগে তিনি কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক হাজার দুঃস্থ নারী ও পুরুষের হাতে হাতে উষ্ণতার বস্ত্র বিতরণ করেন।
তিনি বলেন, আগামী ফেব্রæয়ারী মাসের মধ্যেই জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি মধ্যমপন্থী রাজনৈতিক দল ঘোষণা করবে। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে একটি রাজনৈতিক দলের আবির্ভাব হতে যাচ্ছে। আমরা আশা করছি ফেব্রæয়ারীর মধ্যেই সেই রাজনৈতিক দলের আমরা দেখা পাবো। এর মধ্যেই ২০০ থানা কমিটি আমরা করেছি। জানুয়ারী মাসের মধ্যে ৪ শতাধিক থানা কমিটি হয়ে যাবে। ফেব্রæয়ারী মাসের মধ্যেই আমরা আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করবো। অনেক নাম প্রস্তাবনা এসেছে। যাছাই বাছাই শেষে ফাইনাল করা হবে।’
তিনি বলেন, ‘আগামী নির্বাচনে অনেকেই আওয়ামীলীগকে নিয়ে আসবার একটা পাঁয়তারা করছে। এটা স্পস্টত যে দিল্লীর সাথে সম্পর্ক থাকায় এধরণের কথা বলা সম্ভব। দিল্লীর মদদেই হয় তো এধরণের কথাগুলো বলা হচ্ছে। যে আওয়ামীলীগকে নিয়ে আসতে হবে। আওয়ামীলীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেয়া হবে না।
গনসংযোগ শেষে আখতার বলেন, ‘বাংলাদেশের মানুষ ২৪ এর আন্দোলনে এসেছে। এর মাধ্যমে তারা বাংলাদেশকে নতুন রুপে গড়তে চেয়েছে। সেই গড়তে চাওয়ার জায়গা থেকে বাংলাদেশের মানুষ সংস্কারগুলো চায়। মানুষ একটা নতুন সংবিধান প্রত্যাশা করে। সেই জায়গা থেকে সংবিধান তৈরির ম্যান্ডেন্ট গণ পরিষদের থাকে। একটি গণ পরিষদ নির্বাচন যাতে হয়, সেই কারণেই আমরা প্রচার প্রচারণা চালাচ্ছি। আমরা মনে করি, বাংলোদেশের সামনের যে নির্বাচন আসতেছে। সেটা একটা গণপরিষদ নির্বাচন হবে।’
আখতার বলেন, ‘বাংলাদেশে যদি পতিত ফ্যাসিবাদিদের কোনরুপ কোন আস্তানা কোন রুপ কোন আষ্ফালন সেটা ফেসবুকে বা অন্যত্র হোক দেখি তাহলে আমরা আইনশৃঙখলা বাহিনীকে বলবো তাদের বিরুদ্ধে যেন স্পস্টত কার্যকর কঠিনতম ব্যবস্থা নেয়া হয়।’
আখতার হোসেন বলেন, ‘ বিএনপির অংশগ্রহন ছিল না ১৪, ১৮ বা ২৪ এর নির্বাচনগুলোতে। তাতে করে সেই সব নির্বাচনগুলোতে একতরফা নির্বাচন বলে সাব্যস্ত করা হয়েছে। অনেকেই ভাবছেন আওয়ামীলীগ যদি নির্বাচনে না থাকে তাহলে সেটাকেও একতরফা নির্বাচন বলে সাব্যস্ত করা হতে পারে। এমন ভাবনা ঠিক নয়। ’
পরে তিনি রংপুর নগরীতে কারমাইকেল কলেজ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কাউনিয়া ও পীরগাছা উপজেলার শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেন।
Leave a Reply