মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৭:২১ অপরাহ্ন

গাইবান্ধায় নারীসহ বাঁশঝাড়ে মিললো ২ জনের মরদেহ

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১০ বার পঠিত
 গাইবান্ধা থেকে ছাদেকুল ইসলাম রুবেল।-গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পৃথক বাঁশঝাড় থেকে শাহানারা বেগম (৩৭) ও বুলু মিয়া ভুম্বল (৩৫) নামের দুইজনের মরহেদ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (৭ জুলাই) উপজেলার রাখালবুরুজ ও শিবপুর ইউনিয়ন এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শাহানারা বেগম রাখালবুরুজের পালাশবাড়ী গ্রামে বকুল মিয়ার স্ত্রী ও বুলু মিয়া ভুম্বল শিবপুরের কানিপাড়া গ্রামের মোকলেছ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পালাশবাড়ী গ্রামের বকুল মিয়া দীর্ঘদিন ধরে জুয়া খেলা আসক্ত হয়েছেন। এ কারণে তার স্ত্রী শাহানারাকে বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ প্রয়োগ করতো। এ নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া লেগেই থাকতো। এরই একপর্যায়ে সোমবার সকালের দিকে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে শাহানারার ঝুলন্ত মরদেহ দেখা যায়। সেখান থেকে বকুল মিয়া ও তার ছেলে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ঘরের বিছানায় লাশটি রাখেন। পরে খবর পেয়ে পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে।
এদিকে স্বজনরা জানায়, বুলু মিয়া ভুম্বলেরর সঙ্গে তার স্ত্রীর মধ্যে তেমন কোন বনিবনা ছিলো না। সে মাঝে মধ্যে ঢাকায় বসবাস করতেন। এরই মধ্যে বাড়িতে ফিরে আসেন। একপর্যায়ে সোমবার সকালের দিকে কানিপাড়ার গোরস্থানের পাশে একটি বাঁশঝাড়ে বুলু মিয়ার লাশ পড়ে থাকতে দেখা যায়। তবে তার কোমরে একটি চিরকুট লেখা ছিলো। এতে এই মৃত্যুর জন্য করা দায়ী সেটি উল্লেখ করা হয়েছে। পরে পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করেছে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, পৃথক স্থান থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করে গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com