মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:২১ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে ট্রাক্টর চাপায় শিক্ষার্থী নিহত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৯ মে, ২০২১
  • ১৯৭ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল।- গাইবান্ধার গোবিন্দগঞ্জে বালুবাহী ট্রাক্টরের (কাকড়া) চাপায় রাকিবুল হাসান (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এসময় আহত হয় তার সঙ্গে থাকা অপর এক শিক্ষার্থী। মঙ্গলবার (১৮ মে) সকাল পৌনে ১১টার দিকে গোবিন্দগঞ্জ-নাকাই সড়কের নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।রাকিবুল গাইবান্ধা সদরের গোরস্থানপাড়ার হারুন অর রশিদের ছেলে। সে স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ত।স্থানীয়রা জানান, মোটরসাইকেল আরোহী দুই কিশোর গাইবান্ধা থেকে গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। পথে গোবিন্দগঞ্জ-নাকাই সড়কের নতুন বাজার এলাকায় বালুবাহী একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাকিব নামে একজনের মৃত্যু হয়। এসময় আহত অপর কিশোরকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com