ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে বজ্রকথা প্রতিনিধি ।-দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ দফা কর্মসুচির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনসাধারণের মাঝে তুলে ধরতে ঘোড়াঘাটে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও গনসংযোগ করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল উপজেলা কমিটির নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে ঘোড়াঘাট উপজেলার কমিটির সভাপতি খন্দকার মোঃ রহুল আমিন মিঠুর নেতৃত্বে উপজেলার রানীগঞ্জ বাজারে জনসাধারণে মাঝে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও শ্রমিক দলের নেতাকর্মীদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় ঘোড়াঘাট উপজেলা শ্রমিক দলের সভাপতি খন্দকার রুহুল আমিন মিঠু, সিনিয়র সহ-সভাপতি লাল মিয়া,সহ-সভাপতি মো. সাহাব্বর হোসেন মন্ডল,সাধারণ সম্পাদক শাহিনুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব তালো, সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া অংশ নেয়। এরই আলোকে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে বিএনপির রাষ্ট্র কাঠামোর ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন উপজেলা শ্রমিক দলের নেতাকর্মীরা। কর্মশালায় জেলা বিএনপি, উপজেলার ২২টি ইউনিট এবং অঙ্গ সংগঠন থেকে ৪ শতাধিক নেতা কর্মীরা অংশ নেন।
Leave a Reply