ঘোড়াঘাট (দিনাজপুর) বজ্রকথা প্রতিনিধি।- দিনাজপুরের ঘোড়াঘাটে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহে সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রোববার (২৪ আগ্সট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা মৎস্য কর্মকর্তা রিয়াজ মোর্শেদ রঞ্জুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ঘোড়াঘাট থানার ওসি মোঃ নাজমুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়া, উপসহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মোঃ মোকারম হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৫ জন শিক্ষার্থীকে সার্টিফিকেট পুরস্কার প্রদান করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় জন প্রতিনিধি, জনসাধারণ, মৎস্যজীবী, মৎস্যচাষী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply