সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন

ঘোড়াঘাটে সন্তান অপহরণ বাবা গ্রেফতার

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৬৪ বার পঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে আজহারুল ইসলাম সাথী।- দিনাজপুরের ঘোড়াঘাটে সাড়ে চার বছরের সন্তান রাফিন (৫) কে অপহরণের দায়ে গ্রেফতার করা হয়েছে বাবা আব্দুল্লাহ আল এলিনকে (৩২)।

এদিকে ছেলেকে জেলার বিরামপুরে নিজের দাদা-দাদীর কাছে লুকিয়ে রেখে মিথ্যা নাটক সাজিয়ে ধোঁকা দেওয়ার অভিযোগে স্বামীসহ পাঁচ জনের নাম দিয়ে মামলা করেছেন স্ত্রী বাবলি খাতুন (২৩)। সোমবার (২৩ ডিসেম্বর) রাতে দিনাজপুর জেলার বিরামপুর পৌরশহরের থানা পাড়া এলাকা থেকে শিশু পুত্র রাফিন (৫) কে উদ্ধার করে থানা পুলিশ। ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল সোমবার সকাল ১০ টার দিকে শিশু সন্তানের মা থানায় এসে অভিযোগ জানান, উপজেলার চাটশাল সোনার পাড়ায় তার নিজের মায়ের বাসায় অবস্থান কালে সেখান থেকে ছেলেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অভিযোগের ভিত্তিতে চলমান এ ঘটনার রহস্য থানা পুলিশ উদঘাটন করেছে। বাদীর মামলার এজাহার সূত্রে জানা গেছে, আনুমানিক ৬ বছর পূর্বে ঘোড়াঘাট উপজেলার চাটশাল সোনারপাড়া এলাকার বাবু মিয়ার মেয়ে বাবলি খাতুনের সাথে বিরামপুর উপজেলার থানাপাড়ার নজরুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল এলিনের বিয়ে হয়। বিয়ের পর এলিন তাঁর স্ত্রী বাবলিকে নিয়ে বাবার বাসা বিরামপুর উপজেলার পৌরশহরের থানাপাড়ায় গিয়ে উঠেন। ঘর সংসার করা কালে স্ত্রী বাবলি জানতে পারেন, এর আগেও তাঁর স্বামী অন্য এক জায়গায় বিয়ে করেছিলেন এবং ওই পক্ষের একটি সন্তানও আছে। বিয়ের বিষয় গোপন করা নিয়ে দু’জনের কথা কাটা কাটি হয়। বাবলিও একটি পুত্র সন্তানের মা হন। সন্তান জন্মের পর থেকে তাঁর স্বামী বিভিন্ন সময়ে টাকার জন্য শারিরীক ও মানসিক নির্যাতন করতে থাকে। শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে এক সময় স্ত্রী বাবলি তার মায়ের বাসা উপজেলার চাটশাল সোনারপাড়া এলাকায় চলে আসেন। পরে স্বামী এলিনও তার বাবার বাড়ি থেকে স্ত্রী বাবলির গ্রামে এসে জায়গা ক্রয় করেন। সেখানে স্বামী-স্ত্রী মিলে ঘড় সংসার করতে থাকেন। কিছু দিন পর থেকে এখানেও আবারো টাকার জন্য স্ত্রীর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকেন স্বামী। আনুমানিক একমাস পূর্বে বাবলি খাতুন সন্তানকে নিয়ে একই গ্রামে মায়ের বাসায় ফিরে যায়। স্বামী এলিন সেখানে গিয়েও প্রায় সময় হুমকি দিয়ে বলতেন, যে কোন প্রকারে হোক টাকা সে আদায় করবেই। এরি মধ্যে গেল ২১ ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক ৬ টায় শিশু সন্তান রাফিন তার নানির উঠানে খেলা করার সময় তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না। সন্তানকে অনেক খুঁজাখুঁজি করে না পেয়ে থানায় এসে অভিযোগ দায়ের করেন বাবলি খাতুন। ওসি নাজমুল হক জানান, অভিযোগ পাওয়ার পর স্বামীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে প্রথমে অস্বীকার করে মিথ্যা টালবাহানা করলেও পরে শিকার করে, সে তাঁর সন্তানকে বিরামপুর পৌরশহরে দাদা-দাদীর কাছে লুকিয়ে রেখেছেন। পরে পুলিশ গিয়ে শিশু রাফিনকে উদ্ধার করেন। এসময় তিনি আরও বলেন, সন্তান উদ্ধারের পর স্ত্রী বাবলি খাতুন একটি অপহরণ মামলা দায়ের করলে স্বামী আব্দুল্লাহ আল এলিনকে এঘটায় গ্রেফতার দেখানো হয়েছে। শিশু রাফিন এখন পুলিশ হেফাজতে আছেন বলে জানা তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com