আজহারুল ইসলাম সাথী ঘোাড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।-
দিনাজপুরের ঘোড়াঘাটে মিলিটারী ফ্যামিলি রিহ্যাবিলিটেশন অফিস (এম.এফ.আর.ও) কর্তৃক এস, এ রেকর্ডীয় মালিকদের ১৩.৭৫ একর দখলীয় সম্পত্তিতে বে- আইনীভাবে হস্তক্ষেপের প্রতিবাদে মানববন্ধন করেন উপজেলার ৫ কলোনীর বাসিন্দা।
শনিবার ১২ জুলাই সকাল ১০ টায় হিলি-ঘোড়াঘাট সড়কের ওসমানপুর উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ওসমানপুর, খোদাদাতপুর, হায়দারনগর, আফছারাবাদ, নুরজাহানপর কলোনীর ভুক্তভোগী ৫ শতাধিক নারী- পুরুষ অংশ নেয়। মানববন্ধনে বত্তব্য রাখেন,এবি পাটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক,জামায়াতে ইসলামি বাংলাদেশ কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও দিনাজপুর দক্ষিন সাংগঠনিক জেলা শাখার আমির মাওলানা আনোয়ারুল ইসলাম,উপজেলা জামায়াতের আমির মো.মোফাখখায়ের ইসলাম মোল্লা, সাবেক আমির মো.আলমগীর হোসেন, এনসিপির ঘোড়াঘাট উপজেলা শাখার সমন্বয়ক আব্দুল মান্নান সরকার,কলোনী বাসির পক্ষে বত্তব্য রাখেন, সহকারী অধ্যাপক জালাল উদ্দীন, মো.জাহাঙ্গীর আলম, আমিরুল ইসলাম প্রমূখ।ভোগদখল পূর্বক শান্তিপূর্ণ বসবাস কালীন সেনাবাহিনীর মিলিটারী ফ্যামিলি রিহ্যাবিলিটেশন অফিসস(এম. এফ.আর.ও) সদস্যারা সশস্ত্র বোর্ডের জমি দাবি করে নানা ভাবে হয়রানি করছেন বলে অভিযোগ করেন বক্তারা।
Leave a Reply