ঘোাড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।-দিনাজপুরের ঘোড়াঘাটে আম, কৃষি প্রযুক্তি ও ফল মেলার উদ্বোধন উপলক্ষে র্যালি করা হয়েছে।
দেশীয় অপ্রচলিত ও প্রচলিত ফল সম্পর্র্কে সাধারণ জনগনকে জানানো এবং নতুন নতুন ফলের জাত সম্প্রসারণ, দেশীয় ফলের গুনাগুন তুলে ধরা ও কৃষকদের চাষাবাদে উদ্ধুদ্ধ করার লক্ষে নিয়ে ঘোড়াঘাটে তিন দিনব্যাপী আম, কৃষি প্রযুক্তি ও ফল মেলার উদ্বোধন করা হয়েছে।
২৩ জুন/২৫খ্রি: সোমবার সকাল ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঘোড়াঘাটের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুজ্জামানের সভাপতিত্বে ও প্রধান অতিথি উপস্থিত থেকে এ মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি অফিসার তুষার কান্তি দাস। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার মোছাঃ খাতিজাতুল কুবরা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ নাহিদ হাসান, বিসমিল্লাহ নার্সারীর স্বত্বাধিকারী মোঃ জাহাঙ্গীর আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ, মেলায় আগত দর্শনার্থীসহ অনেকে। মেলা উদ্বোধনের পূর্বে উপজেলা কৃষি অফিস থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে প্রদক্ষিণ করে।
Leave a Reply