বজ্রকথা প্রতিনিধি।–১৯ এপ্রিল/২৫ খ্রি: শনিবার দিনাজপুর জেলার ঘোড়াঘাট সাহিত্য পরিষদের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কবি ও লেখক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এদিন বেলা ১১ ঘটিকার সময় সংগঠনটির সভপতি কবি রেবেকা মতিন চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন,বিভাগীয় লেখক পরিষদ, রংপুর এর সাধারণ সম্পাদক মোঃ জাকির আহমদ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,এসোসিয়েশন ফর সাউথ এশিয়ান কালচার এন্ড লিটারেচার “এফসাকল“ এর জেনারেল সেক্রেটারি, বজ্রকথা সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশক , গীতিকার সুলতান আহমেদ সোনা।
বিশেষ অতিথি ছিলেন কবি, সংগঠক ও নাট্যকার ওয়াসিম আহমেদ শান্ত, সভাপতি- রংপুর বিভাগীয় লেখক পরিষদ, দিনাজপুর জেলা শাখা,বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, কবি আব্দুল মজিদ, সভাপতি- তালোড়া বন্দর নগর কবিতা সংসদ, তালোড়া প্রমুখ।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কবি তাইজুল মণ্ডল, সভাপতি- কবিতার মাটি বাংলাদেশ, বীরগঞ্জ, দিনাজপুর। বাবু কালিপদ রায়, সাধারণ সম্পাদক- কবিতার মাটি বাংলাদেশ, বীরগঞ্জ, দিনাজপুর।শ্রীমন রায়, সভাপতি- পরেশ ময়েন মেলা পর্ষদ, দিনাজপুর। কবি এ্যাড কাসেম ইয়াসির, সভাপতি- প্রতিবিম্ব সাহিত্য পরিষদ ও প্রকাশক প্রতিবিম্ব প্রকাশনী গাইবান্ধ।কবি যতন কুমার দেবনাথ, সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক- জয়পুরহাট সাহিত্য সংসদ। কবি মোস্তফা আনসারী, সভাপতি জয়পুরহাট সাহিত্য সংসদ। কবি আহসানুল হাবিব মণ্ডল, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। কবি মো. আব্দুল মমিন, তালোড়া বন্দর নগর কবিতা সংসদ, তালোড়া।কবি আমিনুর আকাশ, সাধারণ সম্পাদক- তদ্ভব সাহিত্য একাডেমী ক্ষেতলাল। কবি দীনেশচন্দ্র শীল, যুগ্ম সাধারণ সম্পাদক- তালোড়া বন্দর নগর কবিতা সংসদ, তালোড়া। কবি শুভদীপ, সম্পাদক- প্রতিবিম্ব সাহিত্য সংসদ গাইবান্ধা। কবি অনন্য রাসেল, বগুড়া। কবি ডালিম কুমার, খানসামা দিনাজপুর সহ অনেকে।
এদিন “সাহিত্যপত্র-৭” এবং লেখক আব্দুল লতিফ রচিত ইসলামী গ্রন্থ “আল্লাহর আদেশ নিষেধ’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঘোড়াঘাট সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি ও প্রকাশক মাসুদ রানা ।
Leave a Reply