রংপুর থেকে সোহেল রশিদ।-সারাদেশের ন্যায় রংপুরেও মুল বেতনের সাথে রানিং এলাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবিতে রেল ধমর্ঘট চলছে। একারণে মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল থেকে রংপুর থেকে আন্তঃনগর ট্রেন, লোকাল ও মেইল সহ সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তারা ক্ষোভ প্রকাশ করে বিষয়টি দ্রুত সমাধানের জন্য সরকারের উচ্চ পর্যায়ের আশু হস্তক্ষেপ কামনা করেন।
জানাগেছে, সোমবার মধ্য রাত থেকে মঙ্গলবার সকাল ১০ টা পর্যন্ত ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেন সহ রংপুর বিভাগের জেলা গুলোতে যাতায়াতকারী সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে যাত্রীরা চরম দূর্ভোগের শিকার হয়েছে। বিভিন্ন গন্তব্যে যাত্রীরা ট্রেনের অপেক্ষায় রংপুর রেলওয়ে ষ্টেশনে অপেক্ষা করছে। এর আগে মুল বেতনের সাথে রানিং এলাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবিতে রেলওয়ে রানিং ষ্টাফ ও শ্রমিক কর্মচারির ডাকে অনিদৃষ্টকালের রেল ধর্মঘট শুরু হয়েছে।
নগরীর সাতমাথা বীরভদ্র এলাকার সুজন মিয়া জানান, তার বাবা ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। একারণে তিনি ঢাকায় যাওয়ার জন্য ট্রেনের টিকিট কেটেছেন। কিন্তুু ট্রেনের নাকি ধর্মঘট চলছে। কখন প্রত্যাহার হবে তিনি তাও জানেন না। বাধ্য হয়ে বিকল্প পথ বেছে নিতে হচ্ছে।
রংপুর রেলওয়ে স্টেশনে কথা হয় দিনাজপুর জেলার কয়েকজন যাত্রীর সাথে। তাদের মধ্যে বীনা খাতুন ও আমিনুল ইসলাম বলেন, সেই সকাল থেকে ট্রেনের জন্য অপেক্ষা করছি। কিন্তুু ট্রেন না আসায় তারা চরম দুর্ভোগে পড়েছেন।
তাদের মতো শাহেদ আহমেদ ও আশরাফুল আলম যাবেন লালমনিরহাটের পাটগ্রামে। তারা বলেন, সরকারের উচ্চ মহল ধর্মঘটের বিষয়টি সঠিকভাবে তদারকি না করাই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ধর্মঘট প্রত্যাহার না হলে সরকার যেমন বিপুল পরিমান রাজস্ব হারাবে। ঠিক তেমনি লক্ষ লক্ষ মানুষ দুর্ভোগে পড়বেন। তারা আরও বলেন, অনেকেই মনে করে ট্রেন ভ্রমণ নিরাপদ, এজন্য অনেকেই ট্রেনেই যাতায়াত করে। কিন্তুু বর্তমানে যা শুরু হয়েছে তাতে জনগণের আস্থা হারাবে।
ধমর্ঘটের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর রেলওয়ে ষ্টেশনের স্টেশন মাষ্টার শংকর গাঙ্গুলি। তিনি জানান, মুল বেতনের সাথে রানিং এলাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবিতে ধর্মঘট করছে আন্দোলনকারিরা। এতে রংপুর অঞ্চলের আন্তঃনগরসহ লোকাল ও মেইল ট্রেন বন্ধ রয়েছে। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে রংপুরের আন্দোলনকারিদের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তুু কোন সুফল পাওয়া যায়নি। একারণে আমাদের কিছুই করার নেই।
Leave a Reply