বজ্রকথা প্রতিবেদক সুলতান আহমেদ সোনা।– রংপুরের পীরগঞ্জ উপজেলাধীন চতরা ইউনিয়নের নীল দরিয়া উচ্চ বিদ্যালয়ে চলছে চেয়ার নিয়ে টানাটানি।
গত ২৪/০৭/২৫ তারিখে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মশিউর রহমান অবসর গ্রহন করলে,বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কে হবেন(?) এই নিয়ে আগ্রহী দুই সিনিয়র শিক্ষক মুখোমুখি হন।
ওই দুই শিক্ষক হচ্ছেন ১।নীল দরিয়া উচ্চ বিদ্যালয়ের মৌলভী শিক্ষক মোঃ আফজাল হক ২।সৈয়দ আজমল হুদা মিঠু। তারা দু’জনেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পাবার হকদার বলে দাবী তুলেছেন। ওই ২ শিক্ষকের দাবীর প্রতি সমর্থন জানিয়ে অন্যান্য শিক্ষকগণও বিভক্ত হয়ে পড়েছেন।
যদিও প্রাক্তন প্রধান শিক্ষক সৈয়দ মশিউর রহমান, যাবার বেলায় ২৪/০৭/২৫ তারিখে সৈয়দ আজমল হুদা মিঠুকে দায়িত্বভার অর্পন করে চেয়ারে বসান কিন্তু সেই দায়িত্ব প্রদানকে চ্যালেঞ্জ করে বিদ্যালয়ের অপর সিনিয়র শিক্ষক মৌলভী মোঃ আফজাল হক উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আপত্তি জানালে ইউএনও’র পরামর্শে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রহমান গত ২৮/০৭/২৫খ্রি: ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে সিনিয়র শিক্ষক মৌলভী মোঃ আফজাল হক কে দায়িত্বভার প্রদান করেন। এর প্রেক্ষিতে আজমল হুদাকে তুলে দিয়ে প্রধান শিক্ষকের চেয়ারে বসেন আফজাল হক।
এর পর সৈয়দ আজমল হুদা মিঠু সরাসরি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,দিনাজপুর এর দ্বারস্থ হলে বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের আদেশ ক্রমে বিদ্যালয় পরিদর্শক মোঃ আমিনুল হক ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ আজমল হুদা কে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বপ্রদান করার জন্য পত্র মারফতে নির্দেশক্রমে অনুরোধ করেন। এই পত্র হাতে পেয়ে আজমল হুদা ৩ সেপ্টেম্বর/২৫ খ্রি: তারিখে সকাল বেলা নীল দরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চেয়ার পুনঃ দখল করে বসে পড়েন।
এই ঘটনার পর ওই দিন প্রতিদ্বন্দ্বি দুই শিক্ষকের সমর্থকরা স্কুলে উপস্থিত হন। উভয় পক্ষ মারমুখি হয়ে উঠলে ঘটনাস্থলে পীরগঞ্জ থানার পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেন। সাংবাদিকরাও উপস্থিত হন।
এর পর উভয়পক্ষ নিজ নিজ অবস্থান থেকে বিকেলে নির্বাহী অফিসার খাদিজা বেগমের সাথে বৈঠক করেন। শেষে চেয়ারের দাবীদার উভয়পক্ষকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,দিনাজপুর যাওয়ার পরামর্শ দিয়েছেন নির্বাহী অফিসার খাদিজা বেগম। সুত্রে প্রকাশ ৭ সেপ্টেম্বর/২৫ রবিবার উভয় পক্ষ দিনাজপুর শিক্ষা বোর্ডে যেতে পারেন।
Leave a Reply