রবিবার, ২৫ মে ২০২৫, ১১:১৭ অপরাহ্ন

চাঁদাবাজি ও অর্থ বাণিজ্যের অভিযোগ তুলে  রংপুরে  বৈষম্য বিরোধী ১৬ নেতার পদত্যাগ 

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৩ বার পঠিত
রংপুর থেকে সোহেল রশিদ।-  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর  মহানগর ও জেলা কমিটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগ তুলে ১৬ জন নেতা পদত্যাগ করেছেন।
এর মধ্যে মহানগর কমিটির ১১ জন ও জেলা কমিটির পাঁচ জন রয়েছেন।
পদত্যাগী নেতারা হলেন- রংপুর মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব সিয়াম আহসান আয়ান, সংগঠক আদনান সামির, মাহদী হাসান অনিক, গোলাম আযম রাতুল, এনায়েত রাব্বি, সদস্য আরাফাত সানি, আল শামস সিয়াম, আল আমিন, সীমান্ত হোসেন, মোজাহিদ ও আল তানজীল আহসান। জেলা কমিটির সদস্যরা হলেন- মুবতাসিম ফুয়াদ সাদিদ, জুনাইদ ইসলাম সাদিদ, সৃজন সাহ, মাহতাব হোসেন আবির ও সাওম মাহমুদ সিরাজ। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম ছাড়ার ঘোষণা দেন অর্ধশতাধিক নেতাকর্মী।
রোববার (১৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রংপুর  জেলা শিল্পকলা একাডেমির হলরুমে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তারা।
এসময় পদত্যাগী নেতা  সিয়াম আহসান আয়ান সংবাদ সম্মেলনে বলেন, ‘সম্প্রতি রংপুর জেলা ও মহানগর কমিটির আহ্বায়ক, সদস্যসচিবসহ কিছু নেতার বিরুদ্ধে ওঠা দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এবং এসবের সপক্ষে পাওয়া প্রমাণ আন্দোলনের মূল চেতনা ও আদর্শের পরিপন্থি। এই গুটিকয় নেতার অপকর্মের দায় আমরা যারা নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছি, তাদের ওপরও বর্তাচ্ছে। যা অত্যন্ত লজ্জাজনক। এজন্য আমরা পদত্যাগ করছি।’
আরেক পদত্যাগী নেতা মাহতাব হোসেন আবিরের অভিযোগ, গত ফেব্রুয়ারি মাসে রংপুরের ঘাঘট নদের পাড়ে গ্রামীণ কুটির শিল্প মেলায় ব্যাপক জুয়ার অভিযোগ ওঠে। সেখান থেকে মহানগর ও জেলা কমিটি মিলে ১৪ লাখ টাকা চাঁদা নেয়। তখন তারা মহানগর ও জেলার শীর্ষ নেতাদের কাছে কৈফিয়ত দাবি করলেও তারা দেননি। এ ছাড়া মামলা বাণিজ্য, ফেনীর বন্যার সময় ত্রাণের অবশিষ্ট ৮৭ হাজার টাকা আত্মসাৎ ও রংপুর সিটি করপোরেশনের ২৫ কর্মচারীর নিয়োগে কয়েক লাখ টাকা বাণিজ্য করেছেন তারা। এসবের প্রতিবাদে পদত্যাগ করছি আমরা।’
অভিযোগের বিষয়ে অস্বীকার করে  মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ বলেন, ‘আমি কোনও অনৈতিক বা দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়াইনি। অবশ্যই কারও না কারও স্বার্থে আঘাত লেগেছে বলে এমনটি করা হচ্ছে।’ যেসব অভিযোগ তোলা হচ্ছে তা সঠিক নয় ।
অন্যদিকে রংপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না অবাক ইমরান আহমেদ বলেন, যেসব অভিযোগ করা হচ্ছে তা ষড়যন্ত্রমূলক। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া সংগঠনকে বিতর্কিত করতে এসব অভিযোগ করা হচ্ছে। শীঘ্রই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা সকলকে অবগত করব।
এর আগে ১৫ মে জেলা কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবের বিরুদ্ধে একই অভিযোগ তুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য মাহমুদুর রহমান পদত্যাগ করেন।
গত ২৪ নভেম্বর ইমতিয়াজ আহমেদকে আহ্বায়ক ও রহমত আলীকে সদস্য সচিব করে ১১২ সদস্যের মহানগর কমিটি এবং ইমরান আহমেদকে আহ্বায়ক ও আশফাক আহমেদকে জামিলকে সদস্য সচিব করে ১৫৫ সদস্যের জেলা কমিটি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com