শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:৫৭ পূর্বাহ্ন

ছান্দসিক সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠীর হাঁড়িভাঙ্গা আম উৎসব

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ২৩৪ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক।-ছান্দসিক সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে রবিবার বিকেলে রঙ্গপুর সাহিত্য পরিষৎ মিলনায়তনে রংপুরের বিখ্যাত ‘হাঁড়িভাঙ্গা আমের নিমন্ত্রণ’ এ অঞ্চলের প্রাচীন হাঁড়িভাঙা খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সংগঠনের সভাপতি রেজাউল করিম মুকুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন- সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, কবি বাদল রহমান, সাহিত্যের কাগজ ছররা সম্পাদক এস এম খলিল বাবু, সিটি প্রেসক্লাব রংপুর এর সাধারণ সম্পাদক হুমায়ন কবীর মানিক,  মৌচাক সম্পাদক ছড়াকার রেজাউল করিম জীবন, আবৃত্তিকার রেজিনা সাফরিন, বিভাগীয় লেখক পরিষদ রংপুর এর সাহিত্য সম্পাদক কবি মজনুর রহমান, ফিরেদেখা সম্পাদক সাকিল মাসুদ, সংগঠনের সিনিয়র সহ সভাপতি ও কবি নূরুল ইসলাম কাব্যবিনোদ পরিবারের সদস্য রশিদুস সুলতান বাবলু, সহ-সভাপতি সওদা খানম মিনু, আসহাদুজ্জামান মিলন, সাংগঠনিক সম্পাদক শ্রাবণ বাঙালী, সাহিত্য ও পত্রিকা সম্পাদক সেলিনা সাত্তার শেলী ও অনুষ্ঠানের আহ্বায়ক আতাউর রহমান তুহিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ শাহ আলম, কবি তৈয়বুর রহমান বাবু, কবি আয়শা সিদ্দিকা রিক্তা, বিভাগীয় লেখক পরিষদ রংপুর এর সাধারণ সম্পাদক জাকির আহমদ, কবি মাহমুদ নাসির, কবি ও গল্পকার ফেরদৌস রহমান পলাশ, লেখক সংসদ রংপুর এর সাধারণ সম্পাদক ও ছান্দসিক কার্যকরী সদস্য নাহিদ শারমিন শান্তা, কামরুন নাহার রেনু, তারুণ্যের পদাবলী সম্পাদক কবি খালিদ সাইফুল্লাহ, মোতাখারুল বিললাহ শাহ, বিজ্ঞান চেতনা পরিষদ সদস্য এডভোকেট রায়হান করিম, কবি লিপি, অভিযাত্রিক সাহিত্য সংস্কৃতি পরিষদ এর সঙ্গীত পরিচালক ফারহান শাহিল লিওন, কবি মিনার বসুনিয়া,
প্রভাষক স্বর্ণা, স্নেহা, কবিরাজ ইসমাইল মোল্লা, অঙ্কনা জাহান, এস এম ইতি, সহাজীব উদ্দিন সজীব, মিমি, অর্পিতা, গল্ডি ও মৌ প্রমুখ।
অনুষ্ঠানে প্রবীণদের নিয়ে এ অঞ্চলের প্রাচীনতম খেলা হাঁড়িভাঙা খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরষ্কার লাভ করেন বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, কবি বাদল রহমান ও আবৃত্তিকার রেজিনা সাফরিন। খেলা পরিচালনা করেন সংগঠনের ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান শাপলা।
পরে সদ্য প্রয়াত কবি মতিউর রহমান বসনীয়া কাব্যনিধি, কবি নাহিদ রিভা, সাবেক এমপি ও শিক্ষাবীদ শাহানারা বেগম এবং কবি তাসমীন আফরোজ এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কবি মজনুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছান্দসিক সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠী’র সাধারণ সম্পাদক সোহানুর রহমান শাহীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com