বজ্রকথা ডেক্স।- মঙ্গলবার বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা আমাদের শিখিয়েছেন দেশকে ভালোবাসতে, দেশের মানুষকে ভালোবাসতে। তিনি ১০ জানুয়ারি ফিরে এসে বলেছিলেন, তার স্বপ্ন এ দেশের মানুষ অন্ন পাবে, বস্ত্র পাবে, উন্নত জীবন পাবে। সেটাই আমাদের আদর্শ। তিনি বলেন, বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক মহল বলে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। আর আমাদের দেশের কিছু লোক আছে তারা ঘেউ ঘেউ করেই যাচ্ছে। এই ঘেউ ঘেউ করতে থাকুক। এতে আমাদের কিছু আসে যায় না। তিনি বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়নের চাকা গতিশীল থাকবে।
তিনি বলেন আজ নির্বাচন নিয়ে যারা কথা বলেন, প্রশ্ন তোলেন, তাদের কাছে আমার প্রশ্ন, ’৭৫-এর পর সংবিধান লঙ্ঘন করে মার্শাল ল’ জারি করে ক্ষমতা দখল করা হয়েছিল।একটা নয়, ১৯/২০ বার ক্যু হয়েছিল সেনাবাহিনীতে। মুক্তিযোদ্ধা, সৈনিক, অফিসার, রাজনৈতিক নেতাদের হত্যা ও গুম করা হয়েছিল। এর পর তাদের রাজনীতি করার শখ হয়। সেই খায়েস মেটাতে সামরিক একনায়কেরা ‘হ্যাঁ-না’ ভোট করে। তিনি প্রশ্ন রেখে বলেন, ১৯৭৭ সালে জিয়াউর রহমানের ‘হ্যাঁ-না’ ভোটে কি কারও ‘না’ করার ক্ষমতা ছিল? সবই তো ‘হ্যাঁ’ ভোট পড়েছিল। তারপর রাষ্ট্রপতি নির্বাচন। সামরিক বাহিনীর রুলস-রেগুলেশনে সেনাপ্রধান কখনো নির্বাচন করতে পারেন না। কিন্তু একদিকে সংবিধান লঙ্ঘন করা হয়, অন্যদিকে সেনাবাহিনীর রুলস ভঙ্গ করা হয়। তারপর ক্ষমতায় বসে উচ্ছিষ্ট বিলিয়ে দল গঠন করা হলো। সেই দলেরই নাম বিএনপি।
এদিন তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু এভিনিউর দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি অংশ নেন।
শেখ হাসিনা তার বক্তব্যে প্রশ্ন রেখে বলেন, ’৯৬-এর ১৫ ফেব্রæয়ারির নির্বাচনের কথা মানুষ ভুলে যায় কীভাবে? যারা আমাদের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন, ২০১৮ সালের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন, তাদের জিজ্ঞাস করি, ১৫ ফেব্রæয়ারি খালেদা জিয়া কেমন নির্বাচন করেছিলেন? কত শতাংশ ভোট পড়েছিল? চার শতাংশ ভোটও পড়েনি। পরে আন্দোলন ও সংগ্রামে খালেদা জিয়া বাধ্য হয়েছিলেন পদত্যাগ করতে। ভোট চুরি করলে জনগণ ছেড়ে দেয় না। এটাই বাস্তবতা।
তিনি বলেন, এরপর ১৯৯৬ সালের ১২ জুন নির্বাচন হয়। সেই নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করে। সেখানেও অনেক বাধা এসেছিল। কিন্তু আমরা সরকার গঠন করেছিলাম। বাংলাদেশের মানুষের স্বর্ণযুগ এসেছিল। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পায়। সাক্ষরতার হার বৃদ্ধি পায়। রাস্তঘাট, পুল, ব্রিজ নির্মাণসহ অনেক কাজ আমরা করি।
২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগকে হারানোর জন্য অনেক ন্যক্কারজনক ঘটনা ঘটে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী
তিনি বলেন, তারা ভুলে যান কেন? আওয়ামী লীগের নেতা-কর্মী সারা দেশে কেউ ঘরে থাকতে পারেননি। তাদের পিটিয়ে ঘর ছাড়া করা হয়।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে পুরো সময়টা এই অত্যাচার করেছে। এটা করতে গিয়ে বাংলা ভাই, জঙ্গিবাদ তৈরি করেছে। আর বাংলাদেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। কোটি কোটি টাকা বানিয়ে দেশের বাইরে পাচার করেছে।
শেখ হাসিনা বলেছেন, যারা আজকে দুর্নীতি খোঁজেন তাদের বলব, ২০০১ সাল কী দুর্নীতি হয়েছে, সেটা দেখুন। যারা ঋণ খেলাপি খুঁজেন, তাদের বলব, জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর এলিট শ্রেণি তৈরি করার জন্য যে ঋণ খেলাপি সৃষ্টি করার কালচার এদেশে তৈরি করে গেছেন, সেই খবরটা আগে নেন।
খালেদা জিয়া প্রসঙ্গে তিনি বলেন, এতিমের টাকা আত্মসাৎ করে জেলে। দয়া করে আমরা তাকে বাসায় থাকতে দিয়েছি। বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার ছেলে দশ ট্রাক অস্ত্র মামলা এবং দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত। বিদেশে পালিয়ে আছে। কিন্তু তার যত ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে।
শেখ হাসিনা বলেছেন, করোনায় অনেক উন্নত দেশ বিনা পয়সায় টিকা দেয় না, পরীক্ষা করে না। আমরা বিনা পয়সায় টিকা দিচ্ছি। তিনি বলেন, আমরা বিশেষ প্রণোদনা দিয়ে অর্থনীতির চাকা সচল রেখেছি। মাথাপিছু আয় আমরা বৃদ্ধি করেছি। এগুলো যারা দেখে না তাদের চোখে ঠুলি পরা। এরা দেশের উন্নয়ন দেখে না। তিনি বলেন আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি। কই খালেদা জিয়ার আমলে তো ডিজিটাল হয়নি বাংলাদেশ।
এদিন গণভবন প্রান্তে অনুষ্ঠান সঞ্চালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ। বঙ্গবন্ধু এভিনিউর দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, এ এইচ এম খায়রুজ্জামান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।
Leave a Reply