নিজস্ব প্রতিবেদক।-যতদিন পর্যন্ত বাংলাদেশে ২৪ এর জুলাই অভ্যুত্থানের হত্যাকান্ডের বিচার না হচ্ছে ততদিন জুলাই-আগস্টের যুদ্ধ সম্পন্ন হবে না। আমাদের প্রধান লক্ষ বিচারের জন্য যুদ্ধ চালিয়ে যাওয়া।
বৃহস্পতিবার ( ৩০ জানুয়ারি) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ শিরোনামে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আহতদের অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন তিনি। এসময় জুলাই বিপ্লবের ডুকমেন্টরী প্রদর্শনের সময় উপস্থিত সবাই কেঁদে ফেলেন। পরে রংপুর জেলার তালিকাভূক্ত ২২২ জন আহতের মধ্যে ১৭২ জনকে ১ লাখ টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়।
এসময় রংপুর অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, মহানগর পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, পুলিশ সুপার আবু সাইম,সহ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় আহতদের সুচিকিৎসা এবং আহত ও নিহত পরিবারের পুনর্বাসনের দাবি জানান।
এসময় স্নিগ্ধ বলেন, জুলাই বিপ্লবে আহত এবং নিহতদের পরিবারের পুনবাসনের জন্য যা যা করা দরকার ফাউন্ডেশন থেকে করা হবে। ফাউন্ডেশন থেকে আহত এবং নিহতদের পরিবারের সকল সমস্যার সমাধানে পাশে থাকবে। যারা এখনও চিকিৎসা, আর্থিকসহ অন্যান্য সমস্যায় ভুগছেন। তাদের সবার পাশে থাকবো আমরা, যারা এখনও তালিকাভূক্ত হতে পারেননি। তাদেরকে তালিকাভূক্ত করা হবে।
Leave a Reply