শনিবার, ১৮ মে ২০২৪, ০৬:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

জেলা পরিষদের নির্বাচনে জাপা নেতা দেলওয়ার হোসেন চেয়ারম্যান নির্বাচিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ১৪৪ বার পঠিত

মোঃ ইউসুফ আলী ।- দিনাজপুর জেলা পরিষদ নির্বাচন-২০২২ এ ১৭ অক্টোবর বিকেলে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার খালেদ মোহাম্মদ জাকী ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র হতে সোমবার বিকেল ৫ টা ২৭ মিনিটে বিজয়ী প্রার্থীদের ফলাফল ঘোষনা করেন এবং বিজয়ী আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ দেলওয়ার হোসেনকে বেসরকারী ভাবে ঘোষনা দিয়ে ফলাফল তুলে দেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ দেলওয়ার হোসেন পেয়েছেন ১১৬২ ভোট। মোটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ তৈয়ব উদ্দীন চৌধুরী পেয়েছেন ২২৬ ভোট এবং বর্তমান জেলা পরিষদের ২বারের প্রশাসক ও একবারের চেয়ারম্যান চশমা প্রতীকের প্রার্থী আজিজুল ইমাম চৌধুরী পেয়েছেন ৭৮ ভোট। ফলাফল ঘোষনাকালে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ, স্থানীয় সরকার দিনাজপুরের উপ-পরিচালক মোঃ মোখলেছুর রহমান, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ শাহিনুর ইসলাম প্রামাণিক, সদর উপজেলা নির্বাচন অফিসার জায়েদ ইবনে ফজল, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আহম্মেদ শফি রুবেল, জেলা পরিষদের নির্বাচনে সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যবৃন্দ, গণমাধ্যমকর্মী, গণমান্য ব্যাক্তিবর্গ। অপরদিকে জেলা পরিষদের নির্বাচনে মোট কেন্দ্র সংখ্যা ১৩টি। মোট ভোটার সংখ্যা ১৪৭৯। মোট বৈধ ভোট ১৪৬৬ ও বাতিল ভোট ৬টি।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com