শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:৪৬ পূর্বাহ্ন

টিকা স্বাস্থ্য ঝুঁকি কমায় – ডা: মো : নুরুজ্জামান

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ১৬৬ বার পঠিত

করোনার টিকা ভাইরাসের বিরুদ্ধে মানুষের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাকে(ইমিউন সিস্টেম) উদ্দীপ্ত করে এন্টিবডি তৈরী করে যা করোনা সংক্রমনের বিরুদ্ধে মানুষকে রক্ষায় কার্যকর ভূমিকা পালন করে। অ্যাষ্ট্রোজেনেকা অথবা ফাইজারের যে কোন একটি টিকার প্রথম ডোজ নেওয়ার পর করোনা ভাইরাসে সংক্রমনের ঝুুঁকি শতকরা ৬৫ ভাগ কমে যায়। আর দ্বিতীয় ডোজ সম্পন্ন করার দুই সপ্তাহ পর তা নেমে আসে নব্বই শতাংশে। যুক্তরাজ্যের তিন লাখ সত্তর হাজার মানুষের করোনা পরীক্ষার ভিত্তিতে গবেষণাটি পরিচালিত হয়েছে । যদিও গবেষণাটির এখনো পিয়ার রিভিউ (পুন:পর্যালোচনা ) হয়নি তবে এখন পর্যন্ত এটি সবচেয়ে বড গবেষণা,যা করোনার দ্বিতীয় ডেউয়ে বিপর্যস্ত বিশ্বের কাছে সত্যিকার প্রমান সরবরাহ করেছে যে টিকা করোনা সংক্রমনের বিরুদ্ধে কার্যকর। কোভিড-১৯ টিকা নেওয়ার পরেও অনেকে আক্রান্ত হচ্ছেন দেখে অনেকেরই টিকার প্রতি অনাগ্রহ পরিলক্ষিত হচ্ছে। মনে রাখতে হবে টিকার পরেও যারা আক্রান্ত হচ্ছেন তাদের স্বাস্থ্য ঝুকি অন্যদের তুলনায় অনেক কম । বাংলাদেশেও প্রথম ডোজ টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত দুইশত জনের উপর এক গবেষণায় দেখা যায় আটাশি শতাংশের বেশী রোগীর শ্বাসকস্ট ছিল না এবং বিরানব্বই শতাংশ রোগীর চিকিৎসার কোন পর্যায়ে কোন অক্সিজেনের প্রয়োজন হয়নি।সাত ফেব্রুয়ারী হতে তের এপ্রিল পর্যন্ত গবেষণাটি পরিচালিত করেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) একদল মেধাবী গবেষক ।মাত্র একজন কে নিবির পরিচর্যা কেন্দ্রর (আইসিইউ) সেবা নিতে হয়েছিল যার করোনা ছাডাও অন্যান্য অসুখ একত্রে ছিল ( কোমরবিডিটী) এবং শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। যথাযথ ভাবে ভেক্সিনের ডোজ সম্পন্ন করার পরেও আক্রান্তের কারণ হতে পারে জাষ্ট ভেক্সিন নেওয়ার পূর্ব অথবা পর মুহূর্তে ভাইরাস দ্বারা সংক্রমিত হওয়া অথবা নতুন কোন ভেরিয়ন্ট করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়া যার বিরুদ্ধে যথাযথ অ্যান্টিবডি শরীরে তৈরী থাকে না । ভেক্সিনের অথবা পূর্বে করোনা দ্বারা আক্রান্তের পরও রিইনফেকশান হার সারা পৃথিবী জুডে এক শতাংশ। ভেক্সিন করোনা সংক্রান্ত রোগের জটিলতা কমায় , করোনা নিয়ে হাসপাতালে ভর্তির হার কমায় , সর্বোপরি করোনায় মৃত্যু হার উলে­খযোগ্য হারে কমায় । অতএব অবশ্যই ভেক্সিন নিয়ে সুরক্ষিত থাকবেন যখন আপনার সময় ও সুযোগ আসে। ডা: মো : নুরুজ্জামান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগ, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com