ডিজিটাল গ্রুপকে আর বাসাভাড়া দেবেন না অধ্যাপক সাকিল
বজ্রকথা প্রতিবেদক ।– ৩১ আগস্ট/২৫খ্রি: রবিবার“ ডিজিটাল গ্রুপ সমাচার” “কে এই সেলিম আহমেদ?” শিরোনামে প্রকাশিত রিপোর্টে “ডিজিটাল গ্রুপ” এর অফিসের জন্য ভাড়া দেওয়া বাসাটির মালিক ‘‘অধ্যাপক সাইফুল নেওয়াজ সাকিল তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
অধ্যাপক সাকিল তার ফোন থেকে বজ্রকথাকে জানিয়েছেন, তিনি সরকারি শাহ আব্দুর রউফ কলেজের অবসর প্রাপ্ত একজন শিক্ষক। পীরগঞ্জ পৌরসভার প্রজাপাড়া মৌজায় তার একটি বাড়ি আছে।অসুস্থতার কারণে তিনি পরিবার নিয়ে রংপুর জেলা সদরে অবস্থান করেন। প্রজাপাড়ার বাসাটি এক সময় ফাঁকাছিল, তখন ডিজিটাল গ্রুপ ভাড়া নিয়ে অফিস খুলেছে। তিনি কোন ভাবেই ভাড়াটিয়া সেলিম আহমেদ এর কর্মকান্ডের সাথে যুক্তনন এবং তার কোন দায় তিনি নিবেন না, যা ডিডে উল্লেখ আছে।
অধ্যাপক সাকিল বজ্রকথাকে সাফ জানিয়ে দিয়েছেন, ডিজিটাল গ্রুপকে তিনি আর বাসাভাড়া দেবেন না।আগামী মাসের মধ্যে বাসা খালি করবেন।
Leave a Reply