বজ্রকথা প্রতিনিধি।- রংপুর মহানগরীর ৩২ নং ওয়ার্ডের এলাকার আরাজী তামপাট একরামিয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসাকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জাতীয়করণের ঘোষনা করায় প্রধান উপদেষ্টা, বর্তমান ও সাবেক শিক্ষা উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ৩ এপ্রিল /২৫ খ্রি: বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা, সাবেক প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম মাওলানা নূরুল আবছার দুলালের স্মৃতিচারণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু। সভাপতিত্ব করেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব সালেকুজ্জামান সালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও রংপুর জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মোহা: ইনামুল হক মাজেদী, রংপুর সাংবাদিক ইউনিয়ন ও রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান,রংপুর জেলা শ্রমিক দলের সদস্য সচিব মোঃ শামীম মিয়া, রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক তাজুল ইসলাম হারুন চৌধুরী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর শাখার আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুরের সভাপতি মমিনুল ইসলাম রিপন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির রংপুর জেলা ও মহানগরের সংগঠক আলমগীর নয়ন, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি রংপুর জেলা শাখার সভাপতি মাওলানা সাহেবুল ইসলাম মজনু, বক্তব্য রাখেন, রংপুর মহানগর বিএনপির অন্যতম সদস্য আব্দুস সালাম, রংপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সিনিয়র ইন্সটেক্টর মোস্তফা কামাল, রংপুর সদরের মমিনপুর খারুয়াবাধা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিউল করিম, অত্র অরাজি তামপাট একরামিয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য ও জমি দাতা সাংবাদিক হারুনুর রশিদ সোহেল, প্রধান শিক্ষক মোছা: রোশনা খাতুন, রংপুর রিপোর্টাস ক্লাবের সহ-সভাপতি নূর হাসান চাঁদ, সাংগঠনিক সম্পাদক ফখরুল শাহিন, তাজহাট থানা প্রেসক্লাবের আহ্বায়ক চঞ্চল মাহমুদ, সিটি প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক হাসান ফেরদৌস রাসেল।
দোয়া পরিচালনা করেন, আশরতপুর উম্মুল কুরা নূরানী একাডেমী ও হাফিজিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা মইনুল ইসলাম মাহিনুর, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নগর মীরগঞ্জ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ মিলন মিয়া।
এসময় মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ, জাতীয় নাগরিক পাটি- এনসিপির নেতৃবৃন্দ, রংপুর সাংবাদিক ইউনিয়ন, রংপুর রিপোর্টাস ক্লাব নেতৃবৃন্দ, বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিক সহকর্মী বৃন্দ , স্থানীয় এলাকাবাসী, অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান মরহুম মাওলানা নূরুল আবছার দুলাল সহ মরহুম শিক্ষকবৃন্দের রুহের মাগফেরাত কামনা, অত্র মাদ্রাসার উন্নতি এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
Leave a Reply