দিনাজপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।- ২০ মে-২০২৪ সোমবার দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারন নির্বাচন (৪র্থ পর্যায়ে) এর ফুলবাড়ী, পার্বতীপুর, এবং নবাবগঞ্জ উপজেলার প্রার্থীগণের মাঝে প্রতীক বরাদ্দ ও মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন প্রধান অতিথি জেলা প্রশাসক শাকিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ পিপিএম (বার), সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ কামরুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে এসময় পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার, ৩টি উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply