শনিবার, ১৮ মে ২০২৪, ০৬:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

দিনাজপুরে শেখ রাসেল  দিবস পালন

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৯৯ বার পঠিত

মোঃ ইউসুফ আলী ।- দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস-২০২২ করা হয়েছে।

১৮ অক্টোবর মঙ্গলবার সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে অস্থায়ী মঞ্চে শহীদ শেখ রাসেল এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অপর্ণ করেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, স্থানীয় সরকার দিনাজপুরে উপ-পরিচালক মোঃ মোখলেছুর রহমান, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, জেলা একাউন্স এন্ড ফিন্যান্স অফিসার মোঃ আব্দুস সালাম মিয়া, দিনাজপুর গণপূর্ত বিভাগের তত্ত¡াবধায়ক প্রকৌশলী মুহাম্মদ জাকির হোসেন, নির্বাহী প্রকৌশলী মোঃ কুতুব আল-হোসাইন, সদর উপজেলা আওয়ামীলীগ, শহর আওয়ামীলীগ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর দিনাজপুর, দিনাজপুর এলজিইডি, দিনাজপুর সরকারি সিটি কলেজ, জিলা স্কুল, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জেলা আনসার ও ভিডিপি দিনাজপুর, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১, দিনাজপুর সরকারি মহিলা কলেজ, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। এরপর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর নেতৃত্বে শহরে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়ও কেন্দ্রীয়ভাবে আয়োজিত উদ্বোধনী ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ বারিউল করিম খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ। সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা-আল-মুঈদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা এনএসআই এর যুগ্মপরিচালক শাহ্ সুফি নুর নবী সরকার, জেলা সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ সাদিকুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমদাদ সরকার, শহর আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ শামীম আলম সরকার বাবু প্রমুখ। এসময় সংবাদকর্মী, দিনাজপুরের বিভিন্ন সরকারি-বেসরকারী দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, গণমান্য ব্যাক্তিবর্গ। আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাত করা হয়। দুপুর ১২টায় জেলা শিশু একাডেমী হলরুমে দিবসটি উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরণ ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাদ যোহর ও সুবিধাজনক সময়ে জেলার সকল মসজিদ-মন্দির ও উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। বিকাল সাড়ে ৩ টায় গোর-এ-শহীদ বড় ময়দানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com