রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:২২ অপরাহ্ন

দিনাজপুর জেলা প্রশাসন কর্তৃক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের মাঝে চেক হস্তান্তর

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৭ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি থেকে মোঃ ইউসুফ আলী।-দিনাজপুর জেলা প্রশাসন ও বিআরটিএ দিনাজপুর সার্কেল এর আয়োজনে দিনাজপুর জেলায় বিগত দিনে সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যক্তি ও পরিবারের অনুকুলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে মঞ্জুরিকৃত ১৩টি পরিবারের মাঝে সর্বমোট ৫৯ লক্ষ টাকার চেক হস্তান্তর অনুষ্ঠান ২৪ ফেব্রুয়ারী-২০২৫ সোমবার দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যক্তি ও পরিবারের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম। বিআরটিএ দিনাজপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) এ.টি.এম ময়নুল হাসান এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রæপের সভাপতি ভবানী শংকর আগরওয়ালা, সাধারণ সম্পাদক শাহেদ রিয়াজ পিম, কার্যকরী সদস্য এম.এ খালেক, দিনাজপুর জেলা ইট-ভাটা মালিক গ্রæপের সভাপতি মোঃ রেজাউল ইসলাম, দিনাজপুর নিরাপদ সড়ক চাই এর সভাপতি মোঃ এরশাদুজ্জামান মোল্ল্যা প্রমুখ।
চেক গ্রহনকারী ১৩টি পরিবারের মধ্যে খানসামার মোছা: রাহেনা বেগম ৫ লক্ষ টাকা ও মোছা: ফিরোজা আক্তার ৫ লক্ষ টাকা, বীরগঞ্জের শ্রী ভোলা মুর্মু ৫ লক্ষ টাকা ও মোছা: নাজমা বেগম ৫ লক্ষ টাকা, চিরিরবন্দরের রুনা লায়লা ৫ লক্ষ টাকা ও মো: আসলাম আলী সরদার ১ লক্ষ টাকা, ঘোড়াঘাটের মোছা: দিল আরা পারভীন ৫ লক্ষ টাকা, বিরামপুরের মোছা: জান্নাতুল ফেরদৌস লিজা ৫ লক্ষ টাকা, দিনাজপুর সদর উপজেলার বাবু রায় ৫ লক্ষ টাকা, হাকিমপুরের মো: এনামুল হক ৩ লক্ষ টাকা, নবাবগঞ্জের মোছা: রোকেয়া বেগম ৫ লক্ষ টাকা, রংপুর বদরগঞ্জের মোছা: তমিজা খাতুন ৫ লক্ষ টাকা ও ফুলবাড়ী উপজেলার মোঃ বাবলু রহমান ৫ লক্ষ টাকা।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com