বজ্রকথা প্রতিবেদক।– প্রতি বছরের মত এবারো রংপুরের পীরগঞ্জ উপজেলায় অষ্ট প্রহর ব্যাপী লীলা কীর্তনের আয়োজন করা হয়েছে।পীরগঞ্জ কেন্দ্রীয় হরিবাসর কমিটির আয়োজনে, পৌর সভার প্রজাপাড়ায় কালী মন্দির প্রাঙ্গনে ১৩ ডিসেম্বর/২৪ খ্রি: শুক্রবার ভোর থেকে শুরু হয়েছে ৫৬তম এই লীলা কীর্তন ।
এই অনুষ্ঠানে পালা পরিবেশন করছেন, নওগা জেলার কীর্তনীয়া শ্রী প্রশান্ত পাল ও তার দল, বগুড়া জেলা থেকে শ্রী খোকন দেব নাথ ও তার দল, রংপুর জেলার পীরগঞ্জ থেকে শ্রী হৃদয় পাল ও তার দল এবং বদলগাছী থেকে শ্রী মিঠুন কুমার মহন্ত ও তার দল।
১৪ ডিসেম্বর শনিবার ভোরে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে বলে জানা গেছে। এই লীল কীর্তনে পীরগঞ্জ ও পাশ্ববর্তি সাদুল্যাপুর, পালাশবাড়ী, গোবিন্দগঞ্জ, ঘোড়াঘাট, নবাবগঞ্জ, বিরামপুর, মিঠাপুকুর ও সাদুল্যাপুর উপজেলা থেকে প্রায় সহস্রাধীক ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন। আয়োজক কমিটি ভক্তদের জন্য বিরতিহীন ভাবে প্রাসাদ বিতরনের ব্যবস্থা রেখেছে। কীর্তন উপলক্ষ্যে হরিবাসর প্রাঙ্গনে এবারো মেলা বসেছে।
Leave a Reply