শনিবার, ১৮ মে ২০২৪, ০৭:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে রংপুরে বিএনপির লিফলেট বিতরণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ১৫৭ বার পঠিত

রংপুর থেকে জেলা প্রতিনিধি।- কেরোসিন, ডিজেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিক বৃদ্ধি এবং গণপরিবহনে ভাড়া বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে রংপুর মহানগরীতে লিফলেট বিতরণ করেছে বিএনপি। এসময় তারা বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুুক্তিরও দাবি জানান।
বৃহস্পতিবার দুপুরে রংপুর প্রেসক্লাব থেকে শুরু করে জাহাজ কোম্পানী মোড়, বেতপট্রি, জেলা পরিষদ সুপার মার্কেট, সিটি বাজারসহ নগরীর বিভিন্ন এলাকায় ব্যবসায়ী, দোকানদার,অটো রিক্সা, মটরসাইকেল ও ভ্যান চালক, ফল বিক্রেতাসহ সাধারণ পথচারীদের হাতে লিফলেট তুলে দেন বিএনপির নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, রংপুর মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি সামসুজ্জামান সামু, সাধারণ সম্পাদক শহিদুল ইসরাম মিজু, যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান লাকু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, প্রচার সম্পাদক সেলিম চৌধুরী, মহানগর ছাত্রদলের সভাপতি নুর হাসান সুমন, সাংগঠনিক সম্পাদক রাজিব চৌধুরী প্রমুখ।
এদিকে একই কর্মসূচি হিসেবে বৃহস্পতিবার বিকেলে রংপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ কেরোসিন, ডিজেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিক বৃদ্ধি এবং গণপরিবহনে ভাড় বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে লিফলেট বিতরণ করেছেন। এসময় বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, জেলা বিএনপির সাংগনিক সম্পাদক ফজলুর রহমান বাদল, প্রচার সম্পাদক ফিরোজ আলম, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনু, সাবেক সহ সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম রোমেন উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা বিএনপি নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে দোয়া মাহফিল করে। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com