মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৪:১৪ অপরাহ্ন

নকল সরবরাহের খবর প্রকাশ করায় সাংবাদিককে হুমকি

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২৩ বার পঠিত
 রংপুর থেকে বজ্রকথা প্রতিবেদক।- রংপুরের মিঠাপুকুর উপজেলায় এসএসসি পরীক্ষা কেন্দ্র  নকল সরবরাহ করার সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হাটু ভেঙ্গে পঙ্গু করে দেয়ার হুমকির অভিযোগ উঠেছে।
এঘটনায় ভুক্তভোগী সাংবাদিক জীবনের নিরাপত্তা চেয়ে মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন।
 ২১এপ্রিল সোমবার  সন্ধ্যায় দৈনিক আমাদের সময় ও ডেইলি ক্যাম্পাস পত্রিকার রংপুর প্রতিনিধি খন্দকার রাকিবুল ইসলামকে মুঠোফোনে হাটু ভেঙ্গে পঙ্গু করে দেয়ার হুমকি প্রদান করেন পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহেদুল আলম।
এর আগে  সোমবার বিকেলে “চুক্তিতে নকল সরবরাহের প্রতিযোগিতা এসএসসি পরীক্ষা কেন্দ্রে’ শিরোনামে দৈনিক আমাদের সময় ও ডেইলি ক্যাম্পাস পত্রিকায় একটি সংবাদ প্রচারিত হয়। সংবাদটিতে চলমান এসএসসি পরীক্ষায় ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র, গণিত,রসায়ন,পদার্থ ও জীব বিজ্ঞানসহ ছয়টি বিষয়ের প্রতিপত্রে ৫০০ থেকে ১০০০ টাকার চুক্তিতে পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহেদুল আলমের যোগসাজশে ওই প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণির কর্মচারী হায়দার,অলি,রায়হান,সোহাগী ও শিক্ষক মুসাকে দিয়ে প্রতি রুমে উত্তরপত্র সরবরাহ করা হচ্ছে বলে উল্লেখ করা হয়।
এদিকে সংবাদ প্রচারের পরেই  সোমবার সন্ধ্যায় কেন্দ্রসচিব অধ্যক্ষ মাহেদুল আলম মুঠোফোনে সাংবাদিক খন্দকার রাকিবুল ইসলামকে হাটু ভেঙ্গে দেয়ার হুমকিসহ অকথ্য ভাষায় গালিগালাজ করে।
এছাড়াও এই রিপোর্টের জন্য সাংবাদিকদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেয়ার হুমকি প্রদান করে।
হুমকি দেয়ার ঘটনায় একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ভাইরাল হওয়ার পরে এনিয়ে তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com