নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ পৃথক স্থানে অভিযান পরিচালনা করে হেরোইন সহ ১ জন এবং জুয়া খেলার সময় ৪ জনকে গ্রেফতার করেছেন। পুলিশ জানায় সোমবার ভোরে উপজেলার দিঘীরত্না নামক স্থান থেকে ২০ পুরিয়া( ১ গ্রাম) হেরোইন উদ্ধার সহ দিঘীরত্না গ্রামের মৃত তোজাম্মেল হকের ছেলে একিন আলী (৩৬) কে গ্রেফতার করা হয়। তার পালিত পিতার নাম মো. আবেদ আলী। এ ব্যাপারে এস আই বিভূতি ভূষন ব্রতী রায় বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। অপর দিকে জুয়া খেলার অপরাধে গত রবিবার দিনগত রাতে উপজেলার পুটিমারা ইউনিয়নের( সাবেক ইউ,পি সদস্য) ও মতিহারা গ্রামের মৃত আমির উদ্দীনের ছেলে মো. শাহ আলম(৫২), একই গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে মো. রিয়াজুল (২৩) মো. দারাজ আলীর ছেলে মাসুদ রানা(২৫) ও কালিয়া গ্রামের মৃত আঃ সামাদের ছেলে মো. আব্দুর রাজ্জাক(৩৮)কে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের সোমবার১২ জুলাই২০২১ আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য শাহ আলম দীর্ঘদিন ধরে নবাবগঞ্জ,ঘোড়াঘাট, রংপুরর সহ দেশের বিভিন্ন অঞ্চলে ফট গুটির জুয়ার আসর চালিয়ে আসছে বলেএলাকার শত-শত মানুষ জানে ।
Leave a Reply