নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনর রশীদ।- করোনা ও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ভি জি এফ কর্মসূচির আওতায় ১২ হাজার ৭৯৭ পরিবার পাবে ১০ কেজি করে চাল। অপর দিকে ৯ হাজার পরিবারের মাঝে ৩ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হবে মানবিক সহায়তা ত্রাণ কার্য্যের(নগদ অর্থ) আওতায়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী রেফাউল আজম জানান ইউনিয়ন ওয়ারী জনবল মোতাবেক ভি জি এফ কার্ড গুলি বিভাজন করা হয়েছে। এতে জয়পুর ইউনিয়নে ১ হাজার ২৭৩ টি, বিনোদনগর ইউনিয়নে ১ হাজার ৮৫৫ টি, গোলাপগঞ্জে ১ হাজার ৬৬৩ টি, শালখুরিয়ায় ৬৪১ টি, পুটিমারায় ৯৫৯ টি, ভাদুরিয়ায় ১ হাজার ৫৩৫ টি, দাউদপুরে ১ হাজার ৬৬৩ টি, মাহমুদপুরে ১ হাজার ৫৩৫ টি এবং কুশদহ ইউনিয়নকে ১ হাজার ৬৭৩ টি কার্ড দেয়া হয়েছে। ইউনিয়ন পরিষদগুলো উপকার ভোগির তালিকা প্রস্তুত করে ঈদের পূবেই উপকার ভোগিদের মাঝে ওই চাল বিতরন করবেন।অপরদিকে মানবিক সহায়তা ত্রাণ কার্য্যের(নগদ অর্থ) আওতায় প্রতিটি ইউনিয়নের ৫০০ জন ৫০০ টাকা করে এবং ৫০০ জন ২০০ টাকা করে পাবে। ইতিমধ্যে উপজেলার জয়পুর গোলাপগঞ্জ ও ভাদুরিয়া ইউনিয়নের ওই টাকা বিতরণ করা হয়েছে। ঈদের পূর্বেই অন্যান্য ইউনিয়নে বিতরণ সম্পন্ন করা হবে।
Leave a Reply