শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন

নবাবগঞ্জ দাউদপুরে এটিএম বুথ স্থাপন জরুরী

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ১৭৬ বার পঠিত

বজ্রকথা প্রতিনিধি।-  দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার দাউদপুরে এটিএম বুথ স্থাপন জরুরী হয়ে উঠেছে।
নবাবগঞ্জ উপজেলার রূপালী ব্যাংক দাউদপুর শাখার ব্যবস্থাপক মোঃ শাহীনুজ্জামান বলেন”এটিএম বুথ” স্থাপনের জন্য আমি ইতিমধ্যেই উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি।  কর্তৃপক্ষ জানিয়েছে কোনো শাখায় এটিএম বুথ স্থাপন করতে গেলে কমপক্ষে ৩ হাজার  এটিএম কার্ডধারী সদস্য বা লেনদেনকারী থাকতে হয়। আমি শাখা ব্যবস্থাপক হিসেবে আমার শাখায় লেনদেনকারী গ্রাহকদের এটিএম কার্ডের আওতায় আনার বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছি। আমার প্রত্যাশা  সফলতা আসবে।দাউদপুর বাজারে এটিএম বুথ স্থাপনের এ দাবী দীর্ঘদিনের। সময়ের সাথে সাথে  অর্থনৈতিক লেনদেনেও লেগেছে  ডিজিটালের ছোঁয়া এবং  ডিজিটাল  ব্যাংকিং সেবার মাধ্যমে মূহুর্তেই টাকা পৌছে যাচ্ছে পৃথীবির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। ব্যাংকগুলোর ক্রেডিট কার্ডের মাধ্যমে খুব সহজেই পাওয়া যায় বিভিন্ন সেবা। সেই সঙ্গে উড়োজাহাজের টিকিট কিংবা হোটেল বুকিংয়ের ক্ষেত্রেও থাকে বড় ধরনের ছাড় । এছাড়াও বর্তমান অধিকাংশ মানুষই নগদ অর্থ বহন করতে চান না। ফলে সর্বত্রই ব্যবহার বেড়েছে এটিএম কার্ডের। কিন্তু দাউদপুর বাজারে এটিএম বুথ নেই ।  ঐতিহ্য ও ইতিহাস বহনকারী নবাবগঞ্জের  দাউদপুর বাজারটি।এখানে সময় মতো
মুঠোফোন কিংবা অনলাইন ব্যাংকিং সেবাও পাওয়া যায়না। ফলে এখানে প্রয়োজনী কাজে আসা মানুষদের মাঝে মধ্যেই পড়তে হয় চরম বিপাকে।

দাউদপুর বাজারের মোবাইল ব্যবয়ায়ী রাইসুল ইসলাম আন্না বলেন, হঠাৎ বাইরের মানুষ এসে বিপদে পড়ে অনেকে। অনেক কার্ডধারী দাউদপুর এটিএম বুথ  আছে ভেবে এসে দেখে কোনো এটিএম বুথ-ই নেই। শেষে তারা বাড়িতে ফোন করে বিকাশে টাকা আনতেও দেখা গেছে। তিনি দুঃখ  প্রকাশ করেন।বাজারের হোটেল আল-মামুনের  মালিক মামুনুর রশীদ মামুন বলেন, এখানে অবকাঠামোগত ব্যাপক সমস্যা রয়েছে। অনেকেই জানেনইনা এখানে কোনো এটিএম বুথ নেই। কেউ কোনো ধরনের বিপদে পড়লে তাকে নবাবগঞ্জ উপজেলা  সদরে কিংবা জেলা সদরে যেতে বাধ্য হয়। তিনি আরো বলেন, এখানে ছোট বড় অধিকাংশ হোটেলে কার্ড পেমেন্টের সুবিধাও নেই। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন,আমাদের দাউদপুরে কোনো প্রতিষ্ঠানের কমতি নেই।  আমার হোটেলের সামনে রূপালী ব্যাংক, ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং, ইসলামী ব্যাংক, ব্যাংক এশিয়া, কিন্তু কোথাও এটিএম বুথ নেই।স্থানীয় ৭নং দাউদপুর ইউনিয়নের চেয়ারম্যান আহসান হাবিব  বলেন, দাউদপুর  বাজার উন্নয়নে যে মানুষগুলো কাজ করতো সেই মানুষগুলো আজ বেঁচে নেই । আর এজন্যই দাউদপুর বাজারে এখনও এটিএম বুথ স্থাপনের উদ্যোগ কেউ নেয়নি। তিনি বলেন, সারা দেশ থেকে এখানে প্রতিবছর অসংখ্য মানুষ যাতায়াত করে কিন্তু অনেকেই নানান অব্যবস্থার কারণে বিভিন্ন ধরনের সমস্যার পড়েন। তিনি আরো বলেন, এটিএম বুথের এ সমস্যা একদিনের নয়। দাউদপুর এলাকার হাজারো মানুষের দীর্ঘ দিনের  দাবী দাউদপুরে একটি এটিএম বুথ স্থাপন কর হোক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com