বজ্রকথা প্রতিবেদক।- নিউরো ডেভেলপমেন্ট এ্যান্ড ডিজএবিলিটি ম্যানেজমেন্ট সেন্টার রংপুর এর উদ্বোধনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রংপুর মহানগরীর কেরানীপাড়া হোটেল কুজিন হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সোস্যাল এনডিভিসির চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা আশার সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডা. মোঃ সামির হোসেন মিশু, শিশু শিক্ষা মনোবিজ্ঞানী মাহাদি ইসলাম, আবা থেরাপিষ্ট নাঈমা ইসলাম রিতু, অকুপেশন থেরাপিষ্ট সুমাইয়া আফরোজ, স্কীন থেরাপিষ্ট মোঃ সোলাইমান। বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক ডা: শফিকুল ইসলাম মান্টু, এ্যাড. মেরাজুল ইসলাম লিটন, কমিউনিটি মেডিকেল কলেজের ভাইস-প্রিন্সিপাল ডা: আব্দুর রহীম, এন.ভি.ডি.সি উপদেষ্টা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিমুল বারী রাজ, সমাজসেবক এ্যাড. কোহিনুর বেগম, কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল অতিরিক্ত পরিচালক মোঃ নুরুন্নবী চৌধুরী (মিলন), বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক পারভেজ, মিঠু (ডিমার), পল রাখু, আতাউল হক, মুকুল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিশু শিক্ষা মনোবিজ্ঞানী মাহাদি ইসলাম মিশু।
Leave a Reply