নেটওয়ার্কের বাইরে (গল্প)
লেখক- জাকির আলম
তুমি যখন বিয়ের জন্য প্রতিনিয়ত আমাকে চাপ দিচ্ছিলে তখন আমি নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য তুমুল সংগ্রাম করে যাচ্ছি। এর কিছুদিন পর আমার অজান্তে তুমি অন্য ছেলের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলে। এটা শোনার পর কয়েক দিন আমার কোনো জ্ঞান ছিল না। নির্ঘুম কেটে গেছে একাকী বিছানায়৷ খেতে পারিনি তোমাকে হারানোর শোকে। আমার বিশ্বাসের জায়গাটা তুমি ধরে রাখতে পারনি। হয়তো আমার উপর তোমার কোনো বিশ্বাস ছিল না। যদি থাকতো তাহলে শেষ পর্যন্ত আমার জন্য তুমি অপেক্ষা করতে। কখনো আমাকে ছেড়ে যেতে পারতে না। এতকিছু সত্ত্বেও তোমাকে কোনো দোষ দিতে পারছি না। ঘৃণা করতে পারছি না মন থেকে। তোমাকে হারিয়ে ফেলেছি এটা ভাবতেই বুকের ভিতর কম্পনের সৃষ্টি হয়। এমন তো হওয়ার কথা ছিল না। তবে কেন এমন করলে ? আমার ভালোবাসার কি কোনো কমতি ছিল ? এই যে তোমাকে হারিয়ে এতটা কষ্ট পাচ্ছি তাতে কি তুমি সুখী হয়েছো ? কেন আমার সবকিছু এমন তছনছ করে দিলে ? নিজেকে তো আমি কোনোভাবেই স্থির রাখতে পারছি না। নিঃশ্বাস নিতেও খুব কষ্ট হয়। তুমি তো বলেছিলে সারাজীবন আমার জন্য অপেক্ষা করবে। কখনো আমার হাত ছেড়ে দিবে না। তবে কেন আমার বিশ্বাস এভাবে ভেঙে দিলে ? আমিতো কখনো চাইনি তোমাকে হারিয়ে ফেলতে। সবসময় চেয়েছি তোমাকে আগলে রাখতে। তবুও কেন হারিয়ে গেলে আমার বোধগম্য নেই। এখনো আমি বিশ্বাস করতে পারিনা আমাকে ছেড়ে তুমি চলে যেতে পারো। ঘর বাঁধতে পারো অন্য কারো সাথে। এখনো তোমার উপস্থিতি প্রতিনিয়ত আমি টের পাই। ভাবি দরজা খুললেই তোমার দেখা পাব। হাত বাড়ালেই তোমার ছোঁয়া পাব। অথচ এর কোনো বাস্তবতা নেই। তুমি এখন অন্য কারো জীবনে সতেজিত ফুল। তোমার মন জুড়ে এখন অন্য কারো বসবাস। তুমি এখন অন্য কারো অপেক্ষায় পথ চেয়ে থাকো। আমাকে ভুলে গেছ খুব সহজে। অতীতের সব স্মৃতি মুছে দিয়েছ মন থেকে। আমার জন্য তোমার কোনো ভাবনা নেই আর। অন্য কারো বুকে এখন সুখের ফসল ফলাও। ভরা চাঁদের জোছনায় তার সাথে গভীর প্রণয়ে ডুবে থাকো। শরীরের ভাঁজে ভাঁজে এখন তার উষ্ণতা অনুভব করো। এতকিছুর মাঝে আমাকে ভুলে যাওয়াটাই স্বাভাবিক। আমাকে কষ্ট দিয়ে তুমি যে সুখী হয়েছ এর জন্য আমার কোনো আক্ষেপ নেই। তোমাকে সুখী দেখতে পারাটাও কম আনন্দের নয়। ভালোবাসা দূর থেকেই বেশি সুন্দর। তোমাকে না হারালে কখনো বুঝতাম না ভালোবাসার আঘাত এতটা নির্মম হতে পারে। এখন বুঝি ভালোবাসা না পেলে মানুষ কেন এত চুপসে যায় ! সত্যিকারের ভালোবাসা হারিয়ে গেলে বেঁচে থাকাটা কঠিন হয়ে যায়। তোমাকে হারিয়ে বুঝেছি তুমি আমার কতটা ব্যাপ্তি জুড়ে ছিলে। কখনো তোমাকে হারানোর কথা ভাবনায় আনতে পারতাম না। তোমাকে আমার অস্তিত্ব ভেবেছিলাম। কখনো চাইনি তুমিহীন জীবন কাটাতে। কিন্তু তুমি আর আমার ত্রিসীমানায় নেই। চুপিসারে চলে গেছ আলোকবর্ষ দূরে। এখন চাইলেই তোমার দেখা আর কোনোদিন পাব না। ইন্দ্রজাল টানিয়ে দিয়েছ আমার সীমান্ত জুড়ে। তোমার আকাশের আলো আর কখনো আমার ভূমিতে আঁচড়ে পড়বে না। অন্ধকার নেমে গেছে আমার পৃথিবী জুড়ে। কোথাও কোনো আলোর দ্যুতি নেই। প্রতিনিয়ত সমুদ্রের ঢেউ এসে ভাসিয়ে নিয়ে যাচ্ছে আমার বাস্তুভিটা। আপন বলতে কোথাও কোনো জনমানব নেই। সারাক্ষণ অজানা কোনো ভয়ে কুঁকড়ে যাচ্ছি। প্রতিষ্ঠিত হতে চেয়েও ব্যর্থ হয়েছি বারংবার। কাউকে আমার ব্যর্থতার দায়ে দোষী সাব্যস্ত করতে পারিনা। তোমাকে হারিয়ে থমকে গেছি পথের বাঁকে। ভালোবাসা এখন আমার পথের কাঁটা। বড্ড ঘেন্না হয় এমন একটা নড়বড়ে জীবন নিয়ে বেঁচে থাকতে। ভাগ্যের পরিহাস এতটা নির্মম হবে তা কখনো জানা ছিল না। এই যে আমার বেঁচে থাকার পথ কঠিন করে তুমি হেসেখেলে জীবন কাটাচ্ছ তাতে কি তুমি খুব খুশি হয়েছ ? আমাকে ছেড়ে গিয়ে তুমি সুখী হলে। অথচ আমি কেন কষ্টের মাঝে ডুবে গেলাম ? কোন অভিশাপে আমাকে তুমি বিদ্ধ করেছ ? আমিতো আর পারছি না। আপাদমস্তক জ্বলে-পুড়ে কয়লা হয়ে গেছে। বিবর্ণ হয়ে গেছে মুখের কেন্দ্রবিন্দু। শ্রবণ শক্তি কমে গিয়ে জটিল আবর্তনে বাঁধা পড়েছে। থমকে গেছে প্রাণের সরোবর। প্রবঞ্চনা জেগেছে এমন করুণ জীবনের প্রতি। মুখের ভাষাও বোবা হয়ে গেছে। ঝলসে যাওয়া পায়ের আঙুলে ইনফেকশন ধরেছে। গতিশীল একটা জীবন ভালোবাসাহীনতায় কত সহজে দুমড়ে-মুচড়ে যায় চোখের সামনে তা উপনীত। হৃদয়ের সমস্ত অনুভূতি ভোঁতা হয়ে গেছে। মরে গেছে আবেগপ্রবণ মন। এতকিছুর পরেও তোমাকে ফিরে পেতে মন চায়। মন চায় অধীর অপেক্ষায় তোমার পথের দিকে দাঁড়িয়ে থাকতে। তোমাকে ফিরে পাব না জেনেও এইযে ভালোবাসা তার কোনো সীমাবদ্ধতা নেই। তোমাকে ভালোবাসতে বাসতে নিঃস হয়ে গেছি তবুও তোমার কোনো অনুশোচনা নেই। এতটা অকৃতজ্ঞ তুমি কখনো জানা ছিল না। বলতে পারো তোমার জন্য কিনা করেছি ? সবসময় তোমার পাশাপাশি থেকেছি। তোমার মন খারাপের সময় একান্ত সঙ্গ দিয়েছি। মুখোমুখি বসে থেকে আলাপচারিতায় সময় কাটিয়েছি। তোমার হাত-পায়ের আঙুলের নখ কাটতে কাটতে হারিয়ে গেছি শ্যামলিমা ভালোবাসার জগতে। দেখা হলেই হাসি তামাশায় মত্ত থেকেছি অবিরত। সমভূমিতে যুগলে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি সীমান্তের ওপার থেকে আরো অনেক দূরে। শূন্য আকাশে ঘুড়ি উড়াতে উড়াতে পাখির মতো আমরাও ডানা মেলেছি দখিনা বাতাসে। সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে পান করেছি গোধূলির রক্তিম আলো। সবুজ ফসলের জমিতে ফড়িঙের মতো আমরাও দোল খেয়েছি অহরহ বার। বৈশাখী ঝড়ের রাতে হারিকেনের আলোয় তোমার জন্য লিখেছি ভালোবাসার চিঠি। এতকিছু সত্ত্বেও তুমি আমার থেকে নিজেকে গুটিয়ে অন্যের আকাশে ডানা মেলেছ। গভীর ভালোবাসা এবং যত্নের বিনিময়ে তোমার থেকে পেয়েছি অবহেলা আর অবজ্ঞা ভরা তাচ্ছিল্য ব্যবহার। আমার স্বাভাবিক চলার পথ তুমি কঠিন করে দিয়েছ। এযেন বেঁচে থেকেও মরে যাওয়া। পৃথিবীর সবকিছুর বিনিময়ে তোমাকে আর পাব না জেনেও একপাক্ষিক ভালোবাসা নেহাতই কাল্পনিক ফ্যান্টাসি ছাড়া দ্বিতীয় কিছু নয়। তুমি আমার সমস্ত নেটওয়ার্কের বাইরে চলে গেছ। তোমাকে চাইলেও আর কখনো ফিরে পাব না। তুমি পাড়ি জমিয়েছ আকাশ-পাতাল দূরত্বে। আমি ক্ষুদ্র একবিন্দুর মতো পড়ে আছি অথৈ সমুদ্রের মাঝখানে। মৃত্যুর আগে হয়তো আর কোনোদিন তোমার দেখা পাব না। মুখোমুখি দাঁড়িয়ে বলা হবে না হৃদয়ে জমানো আক্ষেপের কথা। কেউ কাউকে আর ছুঁয়ে দেখা হবে না। বু্কে জড়িয়ে আলিঙ্গন হবে না কোনোদিন। তবুও তোমার অপেক্ষায় মৃত্যু অবধি বেঁচে থাকার দ্রোহী মনের একান্ত খায়েশ। আমি ছাড়তে পারব না তোমাকে। তোমার কোমল ছোঁয়া আমার রক্তে-মাংসে মিশে আছে। কখনো তা বিচ্ছিন্ন হবার নয়। তোমাকে ভুলে যাওয়ার জন্য কখনো ভালোবাসিনি। শতভাগ কাছে পাওয়ার বিশ্বাস নিয়ে তোমাকে আমি ভালোবেসে ছিলাম। একজীবনে তোমাকে কাছে না পেয়েও পরিপূর্ণ আমি। তোমার সব স্মৃতি আঁকড়ে ধরে আমি বেঁচে থাকতে চাই। ভাবনা জুড়ে আঁকতে চাই তোমার ছবি। ভালোবেসে তোমার নামে একটা তাজ মহল বানাতে চাই। যেখানে সাজিয়ে রাখব তোমার বসার আসন। ভুল করেও যদি কখনো আমার কাছে ফিরে আসো তোমাকে বুঝিয়ে দিব আমার ভালোবাসার গভীরতা কতটা পাকাপোক্ত। তোমার পায়ের চিহ্ন এঁকে টানিয়ে রাখব আমার হৃদয় অন্তঃপুরে। কখনো তোমার স্মৃতি মুছে যেতে দিব না। তোমার রেখে যাওয়া আমানত গচ্ছিত রাখব আমার আমিত্ব জুড়ে। তোমার শঠতাপূর্ণ ভালোবাসা আমাকে ধোঁকা দিলেও তোমাকে কোনো অভিশাপ দিব না। অপরাধের কাঠগড়ায় দাঁড় করিয়ে তোমাকে অপমান অপদস্ত করতে চাই না। শত হলেও তুমি আমার অন্তরের মানুষ। তোমাকে মনে রাখাটা অতীব জরুরি। তোমাকে ভালোবাসতে বাসতে আমৃত্যু কৃতার্থ থাকতে চাই আমি। এর ব্যত্যয় হলে মরে যাব। নয়তো বেড়ে যাবে হৃদপিণ্ডের দীর্ঘশ্বাস। দূর থেকেই তোমাকে ভালোবাসি। ভালোবেসে যাব শেষ নিঃশ্বাস পর্যন্ত।
Leave a Reply