শনিবার, ১৮ মে ২০২৪, ০৪:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

পার্বতীপুরের ক্যানেল ব্রীজ এলাকায় গড়ে উঠতে পারে একটি চমৎকার বিনোদন কেন্দ্র 

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৭ মে, ২০২৩
  • ১৩৯ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) থেকে এম এ আলম বাবলু।- দিনাজপুরের পার্বতীপুর উপজেলা শহরের অদুরে পার্বতীপুর-রংপুর সড়কের ক্যানেল ব্রীজ এলাকায় গড়ে উঠতে পারে একটি চমৎকার বিনোদন কেন্দ্র। আজও পার্বতীপুরে সরকারি কিংবা  বেসরকারি উদ্যোগে কোন চিত্ত বিনোদন কেন্দ্র গড়ে না উঠায় এখানকার মানুষ বিভিন্ন সময়ে নিরুপায় হয়েই সাময়িক বিনোদনের জন্য এই স্থান টিকে বেছে নেয়।

উদাহরণ হিসেবে বলা যায়,গত ঈদুল ফিতরের দিন বিকেলে এই ক্যানেল ব্রীজটিতে আবাল-বৃদ্ধ-বনিতা, কপোত-কপোতী সহ বিভিন্ন শ্রেণির অসংখ্য মানুষের সমাগম হয়েছিল। দিনাজপুর জেলার বৃহৎ উপজেলা পার্বতীপুর। যেখানে ৪ লক্ষাধীক মানুষের বসবাস। সেখানে নেই পার্ক কিংবা চিত্ত বিনোদনের কোন স্হান। এই উপজেলার উত্তরে সৈয়দপুর উপজেলা, দক্ষিণে ফুলবাড়ী ও নবাবগঞ্জ উপজেলা, পূর্বে বদরগঞ্জ উপজেলা,পশ্চিমে চিরিরবন্দর উপজেলা। এখানে রেলওয়ে জংশন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্হাপনা থাকলেও নেই কোন চিত্তবিনোদন কেন্দ্র। তাই বিশেষ করে শহরবাসী দর্শনার্থীরা একটু বিনোদনের আশায় শহর ছেড়ে উন্মুক্ত স্থানে যাওয়ার ইচ্ছা থেকেই যেন ক্যানেল ব্রীজ এলাকায়  শহরবাসীর ভিড় দেখা যায়। ক্যানেলে ঘুরতে আসা  কয়েক জন বলেন, শহরে ভেতর একটু বসার জায়গা নেই। শিশুদের জন্য নেই কোন বিনোদনের জায়গাও। শহরের পার্শ্বে একটি ক্যানেল আছে। এতে শহরবাসীর বুকভরে স্বস্তির শ্বাস ফেলার জন্য ছুটে আসা। শহরের পার্শ্ববর্তী ক্যানেলটি উন্মুক্ত জায়গা হওয়ায় এখানে সবাই আসেন।এই শহরে এবং শহরের আশেপাশে নেই কোন  বিনোদনের স্হান। নেই কোন শিশু পার্ক। তাঁরা আরও বলেন, আমাদের দুর্ভাগ্য স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও কারো মাথাব্যাথা নেই যে,আজ ও আগামী প্রজন্মের জন্য পার্বতীপুর উপজেলায় একটি বিনোদন পার্ক বা শিশু পার্কের প্রয়োজন রয়েছে, যেখানে শিশুরা সুশীতল  মুক্ত বাতাস নেয়া, ঘোরাফেরা, খেলাধুলা করতে পারবে। এদিকে বড়রা পরিবার-পরিজন নিয়ে অবসর সময় কাটাবে তার জন্য নেই কোনো বিনোদন পার্ক।  পার্বতীপুরের জন্য একটি শিশুপার্ক ও একটি বিনোদন কেন্দ্রের দাবি  তুলে ধরেন। আসলে সুস্থ্য মানসিকতার জন্য পার্বতীপুরে একটি বিনোদন কেন্দ্রের পাশাপাশি একটি শিশু পার্কের প্রয়োজন রয়েছে। সেই প্রয়োজন থেকেই পার্বতীপুরের ক্যানেল ব্রীজ এলাকায় গড়ে উঠতে পারে একটি চমৎকার বিনোদন কেন্দ্র।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com