পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুরে ব্যাটারী চালিত রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের হলদীবাড়ি রেলগেট শাখা কমিটি গঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি ) রাত সাড়ে ৮ টায় হলদীবাড়ি রেলগেট সংলগ্ন অফিসে এই কমিটি গঠিত হয়।
শাখা কমিটির সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক, পার্বতীপুর উপজেলা ব্যাটারি চালিত ভ্যান রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মিজানুর রহমান (সিয়াম)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি অহিদুল হক সরদার,সিনিয়র যুগ্ন সম্পাদক আকরাম হোসেন মাস্টার,পৌর যুবদলের আহবায়ক রবিউল ইসলাম বাবু, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ সরকার, মহিলা নেত্রী মাহিয়া খাতুন প্রমুখ।
এ সময় শাখায় বাবর আলী বাবু, নুরুজ্জামান ও দুলালকে উপদেষ্টা করে আলমগীর হোসেনকে সভাপতি ও নূর মোহাম্মদ কে সাধারণ সম্পাদক করে ২১ বিশিষ্ট একটি কমিটি গঠন করে অনুমোদন দেওয়া হয় ও উপস্থিত সকলের মাঝে পরিচয় করে দেওয়া হয়। প্রধান অতিথি মিজানুর রহমান সিয়াম নবগঠিত সদস্যবৃন্দদেরকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ উপলক্ষে৷ আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, এ, জেড, এম রেজওয়ানুল হক পুত্র ইঞ্জিনিয়ার এ,জেড,এম আরিফুল হক রিয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম বাবু, আহবায়ক হান্নান আশরাফী প্রিন্স, স্বেচ্ছাসেবক দলের জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন লাবু হোসেন।
Leave a Reply