পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- প্রতি বছরই শীত আসলেই চোখে পড়ে ছিন্নমূল, অসহায় মানুষের হাড় কাঁপানো কষ্ট। এলাকায় এমন অসহায় দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে লাল বিলাস দাইপাড়া যুবসমাজ। বুধবার (১৮ডিসেম্বর ) রাতে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের লাল বিলাস দাইপাড়া গ্রামে যুব সমাজের আয়োজনে শীতার্ত শতাধিক মানুষের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করা হয়।
যুব সমাজের পক্ষ থেকে বলা হয়েছে,শীতার্ত মানুষের পাশাপাশি যে কোনও প্রাকৃতিক দুর্যোগ- মহামারিতে ক্ষতিগ্রস্ত,অসুস্থ ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করবে লাল বিলাস যুব সমাজ।
এ সময় উপস্থিত ছিলেন শাহজাহান সরকার, ফিজার কবিরাজ, সালমান শাহ, মিজানুর, রায়হান, মিঠন, জাহিদুল, রিফাত, ফয়জার, রফিকুল ইসলাম, আবু বক্কর, জহিমউদ্দীন ও মজির উদ্দিনসহ অনেকে।
Leave a Reply