শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন

পার্বতীপুর উপজেলার আমবাড়ীতে লকডাউন উপেক্ষা করে চলতে গরুর হাট

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ২০৫ বার পঠিত

মোঃ আশরাফুল আলম, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি।- সরকারী আদেশ অমান্য করে পার্বতীপুর উপজেলার আমবাড়ীতে লকডাউন উপেক্ষা করে চলতে গরুর হাট।

দিনাজপুরের ১৩টি উপজেলার মধ্যে সবচেয়ে বড় গরুর হাট আমবাড়ী। সপ্তাহে সোমবার ও শুক্রবার এই দুই দিন চলে গরুর হাট। দেশে ভয়াবহ করোনা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের সমাগম এড়াতে এবং সবাই যেন সামাজিক দূরত্ব বজায় রাখে ও মাক্স ব্যবহার করে। কিন্তু আমবাড়ী গরু হাটে মানছেনা স্বাস্থ্য বিধি। গাদাগাদি করে চলে গরু ক্রয় বিক্রয়।

শুধু গরু ক্রয় বিক্রয় হয়না সেখানে ছাগল ভেড়া, হাঁস, মুরগি সহ সব রকম গৃহপালিত পশু-পাখি ক্রয় বিক্রয় করা হয়। কিন্তু হাট ইজারাদার মোঃ মিজানুর রহমান সকাল ৮টা থেকে হাঠ চালানোর চেষ্টা করেন।

এ দিকে পাবর্তীপুর উপজেলার নির্বাহী অফিসার মোঃ নাশিদ কায়সার রিয়াদ গতকাল সোমবার হাটে জনসাধারণের সমাগম এর খবর পেয়ে হাটে এসে হাট বন্ধ করে দেন।

এ দিকে হাট ইজারাদারের লোকজন বলছেন, সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত সরকারের বেঁধে দেওয়া নিয়ম অনুসরন করে আমরা হাট চালচ্ছি।

এ বিষয়ে পার্বতীপুর উপজেলার নির্বাহী অফিসার মোঃ নাশিদ কায়সার রিয়াদ এর সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি সাংবাদিককে জানান, সরকারের নির্দেশ উপেক্ষা করে হাট চালালে আইনগত ব্যবসা নেওয়া হবে। আমি হাটে গিয়ে ১১ টার ২ মিনিট আগে হাট বন্ধ করার নির্দেশ দিয়েছি ইজাদারকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com