বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরায় হিউম্যান সার্ভিস ফাউন্ডেশনের উদ্যোগে ২৫০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২৯মার্চ শনিবার উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জাকারিয়া আহম্মেদ, সহকারী শিক্ষক, চতরা উচ্চ বিদ্যালয় ও উপদেষ্টা, হিউম্যান সার্ভিস ফাউন্ডেশন; ইঞ্জিনিয়ার মো: রেজাউল করিম স্বপন, ব্যবস্থাপনা পরিচালক, টিএনএস ইঞ্জিনিয়ারিং লিমিটেড; জনাব নূরে আলম সিদ্দিকী, জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং), ওমেগা ডিস্ট্রিবিউশন লিমিটেড; জনাব মো: রেজওয়ানুল, বিশিষ্ট ব্যবসায়ী, পীরগঞ্জ, রংপুর এবং জনাব মো: আতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক, হিউম্যান সার্ভিস ফাউন্ডেশন।
এতে সভাপতিত্ব করেন, মো: আশরাফুল আলম, সভাপতি, হিউম্যান সার্ভিস ফাউন্ডেশন। এ সময় বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ঈদ যেন সবার জন্য আনন্দ বয়ে আনে সেই লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও হিউম্যান সার্ভিস ফাউন্ডেশন মানবসেবামূলক কাজে নিজেদের নিয়োজিত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এই আয়োজন সফল করতে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন আয়োজকরা। প্রসঙ্গত, হিউম্যান সার্ভিস ফাউন্ডেশন একটি সমাজসেবামূলক সংগঠন যারা বিভিন্ন সেবামূলক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে অবস্থান নেয়। এই মহতী কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষদের মুখে হাসি ফোটানোর প্রয়াস চালানো হয়।
Leave a Reply