পীরগঞ্জের শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের চালচিত্র-১১
শিক্ষক সংকট রেখে মানসম্মত শিক্ষাদান সম্ভব নয়
বজ্রকথা প্রতিবেদক সুলতান আহমেদ সোনা।– প্রাথমিক শিক্ষা হচ্ছে শিক্ষার ভিত্তি। তাই নাগরিকদের বাধ্যতামূলক শিক্ষার সূচনা হয় এখান থেকেই। সে কারণেই আমাদেরও জানার আগ্রহ রয়েছে যে, প্রাথমিক স্কুলগুলো কী ভাবে শিক্ষা বিস্তারে কাজ করছে !
প্রশ্ন রয়েছে সঠিক সময়ে শিক্ষকরা কি প্রতিষ্ঠানে যাচ্ছেন? পতাকা উত্তোলন হচ্ছে ? জাতীয় সঙ্গীত গাওয়া হয় কি? শিক্ষার্থীরা ঠিক ঠাক পিড়া লেখা করতে পারছে তো!
সংবাদপত্রের মানুষ হিসেবে এটা দেখতেই গিয়েছিলোম পীরগঞ্জের কুমেদপুর ইউনিয়নে। জানাচ্ছি, রংপুর জেলাধীন পীরগঞ্জ উপজেলার ৪নং কুমেদপুর ইউনিয়নে সরকারী প্রাথমিক বিদ্যালয় আছে ১২টি। বিদ্যালয়ে গুলো ওই এলাকার শিশুদেরকে প্রাথমিক শিক্ষা প্রদানে কাজ করছেন।
সেদিন গিয়েছিলাম কুমেদপুর বাজারে অবস্থিত কুমেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়টি প্রতিষ্ঠালাভ করেছে ১৯৩৬ সালে।স্কুলটির নম্বর-১৯। এই স্কুলটির প্রতিষ্ঠাত ও জমিদাতার নাম প্রতিষ্ঠানের নথিপত্রে পাওয়া যায়নি।
বর্তমানে এই স্কুলটিতে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন, শিক্ষক নেতা মোঃ রফিকুল ইসলাম। এই স্কুলে শিক্ষকের পদ ৮টি হলেও কর্মরত রয়েছেন ৪ জন।
মোট শিক্ষার্থীর সংখ্যা ২৩২ জন। শিশু শ্রেণিতে রয়েছে-৩১জন, প্রথম শ্রেণিতে-৪০জন, দ্বিতীয় শ্রেণিতে-৩৩,তৃতীয় শ্রেণিতে-৫৫ জন,চতুর্থ শ্রেণিতে-৩৬, পঞ্চম শ্রেণিতে-৩৬ জন।
কর্মরত শিক্ষকরা হলেন –
১। প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম- এম এ
২।সহকারী শিক্ষক মোঃ আকমল হোসেন-বিএসসি
৩।সহকারী শিক্ষক মোছাঃ ববিতা খাতুন- এম এ
৪।সহকারী শিক্ষক মোছাঃ আরেফা খাতুন- এম কম
৫।সহকারী শিক্ষক মোছাঃআসফিয়া খাতুন- এম এ প্রশিক্ষণরত
কুমেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ক্লাসটার স্কুল। এই ক্লাসটারের দায়িত্বে রয়েছে সহকারী শিক্ষা অফিসার কামরুজ্জামান।
এটি দুই শিফটের স্কুল। সিসি ক্যামেরার আওতায় রয়েছে ক্লাসগুলো।প্রায় শতভাগ স্কুল ড্রেস রয়েছে। সাজানো গোছানো অফিসরুম, রয়েছে পাঠাগার ,শিক্ষার্থীরা খেলাধুলায় বেশ ভালো। বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা দেয় শিক্ষকরা। বিদ্যুৎ সংযোগ রয়েছে, শিক্ষার্থীদের জন্য প্রত্যেক ক্লাসে ফ্যান রয়েছে। রয়েছে ওয়াশ ব্লক, নিজস্ব ব্যবস্থাপনায় নৈশ্য প্রহরী রেখেছেন প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।
স্কুলটির সার্বিক ব্যবস্থাপনা ভালো লেগেছে। নানা রকম ফুল ফলের গাছ, সুন্দর একটি গেট, শহীদ মিনারও রয়েছে এখানে। রয়েছে শিক্ষার্থীদের জন্য স্টিল দিয়ে তৈরী রাইডার ।তবে দুঃখের বিষয় ভবনগুলো ঝুকিপূর্ণ।এই স্কুলে একটা ৪তলা ভবন খুব দরকার। আশা করি শিক্ষা বিভাগ এদিকে দৃষ্টিদেবেন।
উল্লেখ্য,যে স্কুলে একজন সৎ দায়িত্বশীল প্রধান শিক্ষক থাকবেন সে স্কুল অবশ্যই ভালো হবে। একাবাসী সুত্রে জেনেছি, রোদ-বৃষ্টি মাথায় নিয়ে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম নিয়মিত সোয়া ৯টার মধ্যে স্কুলে উপস্থিত হন।অন্যরাও তাকে অনুস্মরণ করেন, সে কারণে প্রতিষ্ঠানটি ভালো।
শেষ কথা আমি যা দেখেছি, পীরগঞ্জ উপজেলার অধিকাংশ প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট রেখে মানসম্মত বিদ্যাদান সম্ভব নয়। আশা করি কর্তৃপক্ষ বিষয়টি বুঝতে পেরেছেন ।(চলবে)
Leave a Reply