শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
  জাফরপাড়া  কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচিত হলেন শাহজাহান পীরগঞ্জে ১৪৪ ধারা অমান্য করে জমি দখলের চেষ্টা   পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহানএঁর দাফন সম্পন্ন  গাইবান্ধায় মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন মুখ থুবড়ে পড়েছে পীরগঞ্জ পৌরসভার ২০ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প বিনামূল্যে ৫ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় ঘোড়াঘাটে সুস্থ মানুষকে প্রতিবন্ধী সাজিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ ঘোড়াঘাটে অনলাইনে প্রতারিত শিক্ষার্থীদের টাকা উদ্ধার পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট ব্যবস্থা নেয়া দরকার পীরগঞ্জের শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের চালচিত্র-১১

পীরগঞ্জের শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের চালচিত্র-৭

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

পীরগঞ্জের শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের চালচিত্র-৭
শিক্ষার্থীরা রাস্তা পাকা করার দাবী জানিয়েছে

বজ্রকথা প্রতিবেদক সুলতান আহমেদ সোনা।– শিক্ষা প্রতিষ্ঠান যদি মানুষ তৈরীর কারখানা হয়ে থাকে, আমরা সবাই যদি সেই কথা বিশ্বাস করি,তা হলে শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু ব্যবস্থাপনার পাশা পাশি সকল প্রকার সুযোগ সুবিধা ও পরিবেশের উপর গুরুত্ব দেয়া উচিত।
অভিজ্ঞ মহল মনে করেন, দেশে এখনো শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষা গ্রহনের বা শিক্ষা দানের সুষ্ঠু পরিবেশ দিতে পারেনি শিক্ষা বিভাগ।দেশ স্বাধীন হয়েছে ৫৩ বছর। এতদিন পরে, কোন ভাবেই রাষ্ট্রের শিক্ষা বিভাগ ব্যর্থতার দায়ভার এড়াতে অজুহাতকে খাড়া করতে পারে না!
কী যে একটা অবস্থা! মাস্টার আছে ঘর নাই, ঘর আছে বেঞ্চ নাই। বেঞ্চ আছে কাম্য ছাত্র/ছাত্রী নাই। স্কুলে পড়া লেখা নাই, শিক্ষার্থীরা স্কুল ছেড়ে প্রাইভেট নিয়ে ব্যস্ত; স্কুলের চেয়ে গুরুত্ব পাচ্ছে কোচিং সেন্টার!
এই তো সেদিন বৃষ্টি কিছুটা ছাড় দিতেই স্কুল দেখতে গিয়ে ছিলাম উপজেলা সদর থেকে বেশ খানিকটা দুরে, পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের হরিণ শিং বাজার। সেখান পাশাপাশি তিনটি শিক্ষা প্রতিষ্ঠান আছে। রাস্তা সংলগ্ণ একটি মাদ্রাসা, তার পর একটি সরকারি প্রাইমারী স্কুল, তার পর হরিণ শিং বাজার উচ্চ বিদ্যালয় নামে একটি মাধ্যমিক বিদ্যালয়। এই ৩ শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান বড় আলমপুর ইউনিয়নের হরিণ শিং দীঘির তিন পাড়ে। পুর্ব দক্ষিন কোনে মাদ্রাসাটির অবস্থান, দক্ষিণ পাড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় আর পশ্চিম পাড়ে হরিণ শিং বাজার উচ্চ বিদ্যালয়।
দুঃখের বিষয়, যদিও পাকা সড়ক ধরে হরিণ শিং বাজার পর্যন্ত গেছি কিন্তু স্কুল পর্যন্ত যাওয়ার উদ্যোগ নিয়ে থমকে দাড়িয়েছি! কারণ কাঁচারাস্তা ভয়াবহ অবস্থা, কর্দমাক্ত সড়ক! স্কুল পর্যন্ত বাইক নিয়ে যাওয়া দুরের কথা, জুতা পায়ে দিয়ে গন্তব্যস্থলে পৌছা কঠিন ব্যাপার ! অতপর রাস্তার পাশে একটি চা- এর দোকানে মটর সাইকেল রেখে কায়দা করে হরিণ শিং বাজার উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়েছিলাম।
জানাচ্ছি হরিণ শিং উচ্চ বিদ্যালয়টি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত। এলাকার বিদ্যানুরাগী লোকজন স্কুলটি প্রতিষ্ঠা করেছেন। স্কুলটির জমির পরিমান ৭৫ শতাংশ।জামি দাদাকে জানা যায়নি। বিদ্যালয় কোর্ড নং-৫৬৬৮।
প্রধান শিক্ষক মোঃ শহীদুল ইসলাম জানিয়েছেন, তার স্কুলে মোট শিক্ষার্থী রয়েছে ২৩৭ জন। খাতাপত্রের হিসেবে এই প্রতিষ্ঠানটিতে ৬ষ্ঠ শ্রেণিতে রয়েছে ৩৪ জন, সপ্তম শ্রেণিতে রয়েছে ৫৪জন, ৮ম শ্রেণিতে রয়েছেন ৬২ জন, ৯ম শ্রেণিতে ৫০জন এবং দশম শ্রেণিতে ৩৭ জন।
এই স্কুলে ১১জন শিক্ষক রয়েছেন। শিক্ষকরা হলেন-
১।প্রধান শিক্ষক মোঃ শহীদুল ইসলাম এম এ, বি এড
২। সহ শিক্ষক মোঃ হাবিবুর রহমান বি এ, বিপিইড
৩। সহ শিক্ষক মোঃ মানিক উল্লাহ কামিল পাশ
৪। সহ শিক্ষক শ্রী বিপ্লব কুমার বি এ উপাধি
৫।সহ শিক্ষক মোঃ আলতাফ হোসেন বি এ
৬।সহ শিক্ষক মোঃ খায়রুল ইসলাম বি কম
৭।সহ শিক্ষক মোঃ আলফাজুর রহমান কৃষি ডিপ্লমা
৮।সহ শিক্ষক শ্রী অমল কৃষ্ণ বি এস সি
৯।সহ শিক্ষক মোঃ আফছার আলী বি এ
১০।সহ শিক্ষক মোছাঃ সালমা বেগম বি এ
১১।সহ শিক্ষক মোছাঃ ছালমা আক্তার বি এ

শিক্ষার্থীদের সাথে কথা বলে জেনেছি শিক্ষকরা খুব ভালো, দায়িত্বশীল। জানা গেছে এই স্কুলে ৫ গ্রামের শিক্ষার্থীরা পড়তে আসে। গ্রামগুলো হচ্ছে হিজলগাড়ী, হরিণ শিং, বড় আলমপুর, শমসের পাড়া, ঘোনা চতরা।
স্কুলটিতে শিক্ষার্থী আছে কিন্তু সমস্যার অন্তনেই। স্কুলগৃহ টিনের দোচালা ঘর,পুরাতন টিন মরিচা পড়ে ছিদ্র হয়ে গেছে। তার আবার ছাঁদ নেই। যদিও বিদ্যুৎ সংযোগ আছে, মাথার উপর ফ্যান ঘোরে তবে ছাঁদ না থাকায় চৈত্র মাসের গরমে ক্লাস করা কষ্টকর। বিশাল পুকুর পাড়ে স্কুল অবস্থিত, নিরাপত্তার জন্য প্রাচীর দরকার। স্কুলটিতে নামকাওয়াস্তে লাইব্রেরী আছে , তাতে হাতে গোনা কটা বই শোভা পাচ্ছে। এই স্কুলে একটি ৫ তলা ভবন হলে ভালো হতো। খেলা ধুলার সরঞ্জাম দরকার, সাংস্কৃতিক কর্মকান্ড চলে না, নেই কোন বাদ্যযন্ত্র!
তবে খুশির খবর ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ ব্লক করে দিয়েছে।জাইকা দিয়েছে একটি ঘর ও সুন্দর কিছু বেঞ্চ! প্রধান শিক্ষক লাগিয়েছেন সিসি ক্যামেরা।
শিক্ষার্থীরা জানিয়েছেন খরা মৌসুমে কাঁচা সড়ক দিয়ে স্কুলে পৌছুতে পারলেও বর্ষকালে পৌনে এক কিলো মিটার পথ ঘুরে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে আসতে হয়। তারা কাঁচা সড়কটুকু পাকা করে দেয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারের প্রতি অনুরোধ জানিয়েছেন। আমরা আশা করি শিক্ষা বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানগুলো সমস্যা সংকটগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেবেন!

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com