শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
  জাফরপাড়া  কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচিত হলেন শাহজাহান পীরগঞ্জে ১৪৪ ধারা অমান্য করে জমি দখলের চেষ্টা   পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহানএঁর দাফন সম্পন্ন  গাইবান্ধায় মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন মুখ থুবড়ে পড়েছে পীরগঞ্জ পৌরসভার ২০ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প বিনামূল্যে ৫ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় ঘোড়াঘাটে সুস্থ মানুষকে প্রতিবন্ধী সাজিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ ঘোড়াঘাটে অনলাইনে প্রতারিত শিক্ষার্থীদের টাকা উদ্ধার পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট ব্যবস্থা নেয়া দরকার পীরগঞ্জের শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের চালচিত্র-১১

পীরগঞ্জের শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের চালচিত্র-৮

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৬০ বার পঠিত

পীরগঞ্জের শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের চালচিত্র-৮
পরশুরামপুর দাখিল মাদ্রাসার হাল হকিকত

বজ্রকথা প্রতিবেদক সুলতান আহমেদ সোনা।– দেশের সব নাগরিকদের শিক্ষা পাওয়ার অধিকার রয়েছে। সেই অধিকারকে গুরুত্ব দিয়েই সরকার নাগরিকদের শিক্ষিত করে তোলার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন দিয়েছেন।
বাংলাদেশ সরকার অনুমোদিত শিক্ষা ব্যবস্থা সাধারণত ৩ (তিন) ধরনের। এর মধ্যে রয়েছে সাধারণ শিক্ষা, আলিয়া মাদ্রাসা শিক্ষা এবং কওমি মাদ্রাসা শিক্ষা। এছাড়াও, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং ইংরেজি মাধ্যম শিক্ষা ব্যবস্থাও প্রচলিত আছে।
আজ পীরগঞ্জ উপজেলার মাদ্রাসা শিক্ষার চালচিত্র তুলে ধরার চেষ্টা করছি। আমরা মনে করি শুধু প্রাথমিক বা মাধ্যমিক স্কুল নয়, আলীয়া, কওমী শিক্ষা ব্যবস্থার চিত্রও প্রকাশ করা উচিত। সেই দৃষ্টি কোন থেকে আলীয়া মাদ্রাসার বাস্তব অবস্থা তুলে ধরছি।
সম্মানিত পাঠক আশা করি লেখাটি পড়ে আপনারা মুক্তমনে আলোচনা করতে পারেন এবং সমালোচনাসহ মন্তব্য করার আহবান জানিয়ে রাখছি।
হ্যা,এক কথায় যদি বলি, তা হলে বলতে পারি, আলীয়া মাদ্রাসাগুলোর অবস্থা মোটেই ভালো নয়। এইতো সেদিন রংপুরের পীরগঞ্জ উপজেলা সদরের পাশের ইউনিয়ন রায়পুর, এই ইউনিয়নে অবস্থিত পরশুরামপুর দ্বি-মূখী দাখিল মাদ্রাসায় গিয়ে ছিলাম। গিয়ে চোখ হয়েছে ছানাবড়া!
ওই দিন সকাল ১০টায় পৌছে মাদ্রাসার সুপার মহোদয়ের সাথে দেখা করে আগমনের হেতু প্রকাশ করার পর মাদাসার সুপার মোঃ আইয়ুব আলী সাহেব জানান, মাদ্রাসাটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত। মিলনপুর গ্রামের বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং দাতা। তিনি এক একর জমি মাদ্রাসায় দান করেছেন।
মাদ্রাসাটিতে শিক্ষক সংখ্যা ১১ জন।এবতেদায়ি শাখায় একজন, অফিস সহকারী একজন। পিয়ন ৪জন।
শিক্ষকরা হলেন –
১।সুপার মোঃ আইয়ুব আলী – কামিল পাশ
২।সহ সুপার মোঃ আমজাদ হোসেন –কামিল পাশ
৩।সহকারী শিক্ষক মোছাঃ হাসনা আন্তার -কৃষি ডিপ্লমা
৪।সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম -বিএসএস
৫।সহকারী শিক্ষক মোঃ গোলাম ফারুখ -বি এ
৬।সহকারী শিক্ষক মোঃ আব্দুল খালেক -ফাজিল পাশ
৭।সহকারী শিক্ষক মোঃ মজনু সরকার – বিএসসি
৮।সহকারী শিক্ষক মোছাঃ আরজিনা খাতুন – বিএসসি
৯।সহকারী শিক্ষক আশরাফুল উম্মে আতিয়া – এম এ
১০।সহকারী শিক্ষক মোঃ শাহ জালাল – ফাজিল
১১।সহকারী শিক্ষক মোঃ ফয়জুর রহমান – আলীম
১২।সহকারী শিক্ষক মোখলেছুর রহমান – এম এ ( এবতেদায়ি শাখা)

এই মাদ্রাসার সুপার সাহেবের হিসেবে খাতা পত্রে এবতেদায়ি শাখায় শিক্ষার্থীর সংখ্যা প্রথম শ্রেণিতে -১৮জন, দ্বিতীয় শ্রেণিতে-১৮জন, তৃতীয় শ্রেণিতে-১৮ জন,চতুর্থ শ্রেণিতে ২০জন, পঞ্চম শ্রেণিতে- ২০জন মোট ৯৪ জন।
দাখিলে শিক্ষার্থীর সংখ্যা ষষ্ঠ শ্রেণিতে -৩৬ জন, সপ্তম শ্রেণিতে -২১জন, অষ্টম শ্রেণিতে ১৩জন, নবম শ্রেণিতে -৩১ জন,দশম শ্রেণিতে -৩০জন, দাখিলে মোট শিক্ষার্থী সংখ্যা ২৪৬ জন।। কিন্তু মহাসত্য হলো এই হিসেবের সাথে বাস্তবের কোন মিল খুঁজে পাওয়া যায়নি।
এবতেদায়ি শাখায় কোন শিক্ষার্থী নাই। বর্তমানে এবতেদায়ি শাখায় মাত্র একজন শিক্ষক রয়েছেন। অবশ্য তিনি নিয়মমত বেতন পাচ্ছেন বলে জানা গেছে।
অপর দিকে এই মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী উপস্থিতি পাওয়া গেছে সপ্তম শ্রেণিতে ২জন এবং নবম শ্রেণিতে ৩ (তিন) জন মোট উপস্থিতি মাত্র ৫ (পাঁচ)জন মাত্র।

পরশুরামপুর দ্বি-মূখী দাখির মাদ্রসায় ছাত্র/ছাত্রী নেই কোন? জানতে চাওয়া হলে অজুহাত হিসেবে সুপার সাহেবের সাথে সুর মিলিয়ে শিক্ষকরা বলেছেন, প্রচন্ড গরম এবং বৃষ্টি কারণে ইদানিং শিক্ষার্থীরা কম আসছে। এই যুক্তি কতটুকু সঠিক তা খতিয়ে দেখা দরকার।

এখন প্রশ্ন উঠাই স্বাভাবিক, মাদ্রাসার এই করুন অবস্থা সম্পর্কে মাধ্যমিক শিক্ষা বিভাগ কী বলবেন ? কেনো তারা মুখে কুলুপ এটে বসে আছেন ? কেনো তারা ব্যবস্থা নিচ্ছেন না ? (চলবে)

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com