রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ন

পীরগঞ্জে অবৈধ ইটভাটায় উপজেলা প্রশাসনের অভিযান: পুলিশের ওপর হামলা

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৮৩ বার পঠিত
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ।- রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাশপীর এলাকার নছিমনপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন অভিযানে সাথে থাকা দু’জন পুলিশের সদস্য। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে ইটভাটাটি গুড়িয়ে দেওয়া হয়।
জানা গেছে, সোমবার ১০ই মার্চ দুপুরে উপজেলা প্রশাসনের একটি দল অবৈধভাবে পরিচালিত নজরুল ইসলামের ইটভাটায় অভিযান পরিচালনা করতে যায়। অভিযানের সময় ভাটা মালিকের লোকজন বাধা দেয় এবং পুলিশের ওপর হামলা চালায়। এতে পীরগঞ্জ থানার দুই পুলিশ সদস্য আহত হন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
 সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযানে সহায়তা করে। পরে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ প্রচেষ্টায় অবৈধ ইটভাটাটি ভেঙে ফেলা হয়।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা বেগম বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে সকল ইটভাটার লাইসেন্স নেই অথবা যারা খড়ি পোড়াচ্ছে   এ রকম  ইটভাটা গুলো আর থাকবে না।
আমরা ইতোমধ্যে চারটি ইতভাটা গুড়িয়ে দিয়েছি, আজকে একটা গুড়িয়ে দেওয়া হলো। আগামীতেও এ রকম অভিযান চলমান থাকবো। অভিযানে বাঁধা প্রদান ও পুলিশ সদস্য আহতদের বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, যারা আজকে পুলিশ সদস্য আহত ও বিশৃঙ্খলার সাথে জড়িত তাদের নিয়মিত মামলা দায়ের করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com