পীরগঞ্জ(রংপুর) বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে অবৈধ ভাবে খাস জমি দখল ও বিক্রির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।এতে বক্তব্য রাখেন রংপুর জেলা জামায়াতের শুরা সদস্য মাওলানা নুরুল আমিন, পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মাহমুদুন্নবী পলাশ, পীরগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি সাইফুল আজাদ, সাংবাদিক মিনহাজুল ইসলাম মিলন । ইউপি সদস্য ফাতেমা বেগম, মাহফুজার রহমান মাফু প্রমুখ ।
মানববন্ধনে বক্তারা বলেন, পীরগঞ্জের বড় আলমপুর ইউনিয়নে প্রায় ৩০০ একর সরকারি খাস জমি রয়েছে । যে জমিগুলো সরকারি ১/১ নং খাস খতিয়ান ভুক্ত। অথচ প্রায় ১ যুগেরও বেশী সময় ধরে উক্ত জমি গুলোর বেশ কিছু পরিমান জমি বড় আলমপুর
মৌজার সোলেমান মিয়ার পুত্র আবু তাহের মিয়া ও তার লোকজন দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে জোরপূর্বক দখল করছেন । এছাড়া তিনি সংশ্লিষ্ট ভূমি অফিসের সহযোগীতায় জমি গুলোর ভুয়া কাগজপত্র ও নামজারী সৃষ্টির মাধ্যমে অন্যের কাছে বিক্রি অব্যহত রেখেছেন । ইতিমধ্যে বেশ কিছু জমি অন্যের কাছে বিক্রিও করেছেন । সুষ্ট তদন্তের মাধ্যমে যার আসল রহস্য বেরিয়ে আসবে । সরকারি জমি
এভাবে বে-দখল হতে পারে না এটা রাষ্ট্রের ক্ষতি । তাই এ ব্যাপারে সরকারকে জরুরি উদ্যোগ গ্রহণ করা উচিত ।
সে সঙ্গে বক্তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বড় আলমগীর মৌজায় অসংখ্য ভূমিহীন ব্যাক্তি রয়েছে । যাদের চাষাবাদ বা বাড়ি করার মত জায়গা নেই । খাস জমি গুলো এসব ভূমিহীনদের মধ্যে বরাদ্দ দিলে এলাকার কয়েক শ’ পরিবার উপকৃত ও তাদের
জীবন মানের উন্নয়ন হটবে । তাই সরকারি সরকারী খাস খতিয়ান ভুক্ত জমি গুলো অবৈধ দখলমুক্ত করে ভূমিহীনদের মধ্যে বরাদ্দ দেয়ার জন্য জন্য সরকারের কাছে জোড় দাবী জানানো হয় ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহনকারীরা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে । উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বড় আলমপুর ইউনিয়নের প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ উপস্থিত
ছিলেন ।
Leave a Reply