রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন

পীরগঞ্জে ছাত্রলীগ  নেতার বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ 

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৫২ বার পঠিত
পীরগঞ্জ রংপুর বজ্রকথা প্রতিনিধি ।- রংপুরের  পীরগঞ্জে  সোহেল  রানা নামের  এক ছাত্রলীগ  নেতার বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে।
 জমি দখল চেষ্টার অভিযোগে ৮ জনকে অভিযুক্ত করে গত   ২০ জুন ২৫ খ্রি: শুক্রবার পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী  আব্দুর রহমান।
জানা গেছে,অভিযুক্ত  সোহেল রানা পাশ্ববর্তী বড়দরগাহ ইউনিয়নের মন্ডলাবাড়ী গ্রামের ফাওাহ মিয়ার পুত্র।  অভিযোগ  জানা গেছে, শুক্রবার ২০ জুন বেলা সাড়ে ১১ টায়   মন্ডলাবাড়ী গ্রামের আঃ ফাত্তাহ মিয়ার পুত্র সোহেল রানার নেতৃত্বে  (৪২),মজিবুর রহমানের পুত্র মইনুল ইসলাম নয়ন (৩৬),মিনহাজ উদ্দিনের পুত্র মোস্তাফিজার রহমান মুরাদ (৫০) এবং তার একদল ভাড়াটে গুন্ডা  বাহিনী লাঠি সোটা, লোহার রড, ছোড়া ইত্যাদি ধারালো অস্ত্রে সজ্জিত হইয়া অভিযোগকারীর ক্রয় কৃত ভোগ দখলীয় জমিতে বাঁশের বেড়া দিতে থাকে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে I
ভুক্তভোগী এ ব্যাপারে নিষেধ করিলে বিবাদীগণ বেধড়ক মারপিট সহ হত্যার উদ্দেশ্যে শ্বাসরোধ করে । এতে ঘটনাস্থলে ভুক্তভোগীর পরিবারের লোকজন রক্তাক্ত গুরুতর আহত হয়। এসময়, সোহেল রানার ধারালো অস্ত্রের আঘাতে ভুক্তভোগীর মাথা ফাঁটিয়া রক্তাক্ত ও জখম হয়। এবং ভূক্তভোগীর মেয়েকে টানাহ্যাঁচড়া,মারডাং সহ শ্লীলতাহানি করে তার গলায় থাকা ১ ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছ।
  ভূক্তভোগীর ডাক চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে তারা গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে । বর্তমানে ভূক্তভোগী ও তার পরিবারের লোকজনের নিরাপত্তা জনিত শঙ্কায় ভূগছেন বলে জানা যায়। এ ব‍্যাপারে  পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, উভয়পক্ষে থানায় অভিযোগ দিয়েছে সরেজমিনে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
ভুক্তভোগী  আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিজের ও পরিবারের লোকজনদের নিরাপত্তার জন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com